ভারত-পাকিস্তান সংঘর্ষের জন্য গত ৯ মে থেকে বন্ধ করে দেয়া হয়েছে আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পরে ১৬ মে আবার শুরু হতে পারে আইপিএল। বাকি সব ম্যাচের জন্য ৩টি কেন্দ্র বেছে রেখেছে বোর্ড। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ১৬ মে থেকে আবার আইপিএল শুরু করার ভাবনা-চিন্তা করছে বোর্ড। চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে হবে বাকি সব ম্যাচ। আইপিএলের পরিবর্তিত সূচি ১০ দলকে জানিয়ে দেয়া হয়। তাদের সম্মতির পরেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড।
বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে, তাই ২৫ মে বদলে ফাইনাল হতে পারে ৩০ মে।’ পাঞ্জাব ছাড়া বাকি ৯’টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে নিজেদের মাঠে একত্রিত হতে হবে। তবেই আগামী শুক্রবার খেলা শুরু করা যাবে। ১০ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন সেই তথ্যও বোর্ডকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত শুক্রবার আইপিএল বন্ধ হয়ার পরে সে দিনই ভারত থেকে নিজেদের দেশে ফিরে গেছেন বিদেশি ক্রিকেটারেরা। নতুন করে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে। গ্রুপ পর্যায়ের বাকি ১২টি ম্যাচ ও প্লে-অফ শেষ করার জন্য অন্তত দু’সপ্তাহ সময় চায় বোর্ডের। প্লে-অফের জন্য প্রায় ৬’ দিন সময় লাগে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ৬’ দিন পাওয়া যাবে। অর্থাৎ, প্রতি দিন ২’টি করে ম্যাচ হতে পারে। সে ভাবেই সূচি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
তবে তার মাঝেই চিন্তার কথা জানিয়েছে আইপিএলের কয়েকটি দল। নতুন করে প্রতিযোগিতা শুরু হলেও দেশে ফিরে যাওয়ার সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা তাদের ক্রিকেটারকে পাঠাবে কিনা তা নিয়ে আলোচনা করছে। যদি সব দল বিদেশি ক্রিকেটারদের না পায় তা হলে তার প্রভাব ম্যাচের ফলে পড়তে পারে। এখন দেখার বোর্ডের প্রস্তাবের পর দলগুলোর তরফে কী জানানো হয়।
রোববার, ১১ মে ২০২৫
ভারত-পাকিস্তান সংঘর্ষের জন্য গত ৯ মে থেকে বন্ধ করে দেয়া হয়েছে আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পরে ১৬ মে আবার শুরু হতে পারে আইপিএল। বাকি সব ম্যাচের জন্য ৩টি কেন্দ্র বেছে রেখেছে বোর্ড। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ১৬ মে থেকে আবার আইপিএল শুরু করার ভাবনা-চিন্তা করছে বোর্ড। চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে হবে বাকি সব ম্যাচ। আইপিএলের পরিবর্তিত সূচি ১০ দলকে জানিয়ে দেয়া হয়। তাদের সম্মতির পরেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড।
বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে, তাই ২৫ মে বদলে ফাইনাল হতে পারে ৩০ মে।’ পাঞ্জাব ছাড়া বাকি ৯’টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে নিজেদের মাঠে একত্রিত হতে হবে। তবেই আগামী শুক্রবার খেলা শুরু করা যাবে। ১০ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন সেই তথ্যও বোর্ডকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত শুক্রবার আইপিএল বন্ধ হয়ার পরে সে দিনই ভারত থেকে নিজেদের দেশে ফিরে গেছেন বিদেশি ক্রিকেটারেরা। নতুন করে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে। গ্রুপ পর্যায়ের বাকি ১২টি ম্যাচ ও প্লে-অফ শেষ করার জন্য অন্তত দু’সপ্তাহ সময় চায় বোর্ডের। প্লে-অফের জন্য প্রায় ৬’ দিন সময় লাগে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ৬’ দিন পাওয়া যাবে। অর্থাৎ, প্রতি দিন ২’টি করে ম্যাচ হতে পারে। সে ভাবেই সূচি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
তবে তার মাঝেই চিন্তার কথা জানিয়েছে আইপিএলের কয়েকটি দল। নতুন করে প্রতিযোগিতা শুরু হলেও দেশে ফিরে যাওয়ার সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা তাদের ক্রিকেটারকে পাঠাবে কিনা তা নিয়ে আলোচনা করছে। যদি সব দল বিদেশি ক্রিকেটারদের না পায় তা হলে তার প্রভাব ম্যাচের ফলে পড়তে পারে। এখন দেখার বোর্ডের প্রস্তাবের পর দলগুলোর তরফে কী জানানো হয়।