লা লিগা
লা লিগার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে এল ক্লাসিকোতে আবারও রেয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের দারুণ সম্ভাবনা তৈরি করল বার্সেলোনা। রোববার রাতে ৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হান্সি ফ্লিকের দল ৪–৩ ব্যবধানে জেতে কিলিয়ান এমবাপে-নির্ভর রেয়ালের বিপক্ষে।
প্রথমার্ধেই ৫ গোল! ২–০ গোলে পিছিয়ে পড়েও এক পর্যায়ে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। শেষ দিকে এমবাপে হ্যাটট্রিক করলেও হার এড়াতে পারেননি। এই জয়ে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ আরও মজবুত করে কাতালানরা। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা রেয়ালের সামনে শিরোপা ধরে রাখার আশা এখন প্রায় শেষ।
এ ম্যাচেও আলো ছড়িয়েছেন এমবাপে—পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন, করেছেন হ্যাটট্রিকও। তবে তাঁর এই পারফরম্যান্স রেয়ালকে হার থেকে বাঁচাতে পারেনি। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিউসের থ্রু বল থেকে দ্বিতীয় গোল। হ্যাটট্রিক পূরণ করেন ৭০তম মিনিটে।
রাফিনিয়া করেন জোড়া গোল, আরেকটি করে গোল করেন ইয়ামাল ও এরিক গার্সিয়া। ২–০ গোলে পিছিয়ে থেকেও বার্সা প্রথমার্ধেই চার গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে। বল দখলে আধিপত্য দেখানো বার্সা ম্যাচজুড়ে শট নেয় ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে।
এই ম্যাচে চারটি গোল বাতিল হয় অফসাইডের কারণে—তিনটি রেয়াল মাদ্রিদের, একটি বার্সার। দুই দলের রক্ষণে ছিল বড়সড় অস্থিরতা, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও আলোচনায় এসেছে, বিশেষ করে একটি স্পষ্ট হ্যান্ডবলের আবেদন মনিটরে দেখেও বাতিল করে দেন রেফারি।
এই ম্যাচেই রেয়ালের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে (৩৯টি)। লা লিগায় এখন পর্যন্ত করেছেন ২৭ গোল, ছাড়িয়ে গেছেন রবার্ট লেভানদোভস্কিকে।
লা লিগা
সোমবার, ১২ মে ২০২৫
লা লিগার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে এল ক্লাসিকোতে আবারও রেয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের দারুণ সম্ভাবনা তৈরি করল বার্সেলোনা। রোববার রাতে ৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হান্সি ফ্লিকের দল ৪–৩ ব্যবধানে জেতে কিলিয়ান এমবাপে-নির্ভর রেয়ালের বিপক্ষে।
প্রথমার্ধেই ৫ গোল! ২–০ গোলে পিছিয়ে পড়েও এক পর্যায়ে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। শেষ দিকে এমবাপে হ্যাটট্রিক করলেও হার এড়াতে পারেননি। এই জয়ে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ আরও মজবুত করে কাতালানরা। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা রেয়ালের সামনে শিরোপা ধরে রাখার আশা এখন প্রায় শেষ।
এ ম্যাচেও আলো ছড়িয়েছেন এমবাপে—পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন, করেছেন হ্যাটট্রিকও। তবে তাঁর এই পারফরম্যান্স রেয়ালকে হার থেকে বাঁচাতে পারেনি। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিউসের থ্রু বল থেকে দ্বিতীয় গোল। হ্যাটট্রিক পূরণ করেন ৭০তম মিনিটে।
রাফিনিয়া করেন জোড়া গোল, আরেকটি করে গোল করেন ইয়ামাল ও এরিক গার্সিয়া। ২–০ গোলে পিছিয়ে থেকেও বার্সা প্রথমার্ধেই চার গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে। বল দখলে আধিপত্য দেখানো বার্সা ম্যাচজুড়ে শট নেয় ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে।
এই ম্যাচে চারটি গোল বাতিল হয় অফসাইডের কারণে—তিনটি রেয়াল মাদ্রিদের, একটি বার্সার। দুই দলের রক্ষণে ছিল বড়সড় অস্থিরতা, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও আলোচনায় এসেছে, বিশেষ করে একটি স্পষ্ট হ্যান্ডবলের আবেদন মনিটরে দেখেও বাতিল করে দেন রেফারি।
এই ম্যাচেই রেয়ালের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে (৩৯টি)। লা লিগায় এখন পর্যন্ত করেছেন ২৭ গোল, ছাড়িয়ে গেছেন রবার্ট লেভানদোভস্কিকে।