লা লিগা
হ্যাটট্রিক ম্যান এমবাপ্পে
ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে রেয়াল মাদ্রিদ ২-০ এগিয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, সব সমালোচনার জবাব দেয়ার লক্ষ্য নিয়েই নেমেছে তারা। তা অবশ্য হলো না। নিজেদের মাঠে রেয়ালকে ৪-৩ গোলে হারিয়ে লা লিগা শিরোপা প্রায় মুঠোয় বার্সেলোনার। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই ট্রফি তাদের।
রেয়ালকে হারানোর পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট হলো বার্সেলোনার। রেয়াল থাকলো ৭৫ পয়েন্টেই। অর্থাৎ সাত পয়েন্টের পার্থক্য। আর একটি ম্যাচে জিতলেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল। রেয়ালের হারে সবচেয়ে দুঃখ সম্ভবত পাবেন কিলিয়ান এমবাপ্পে। বিপক্ষের মাঠে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না। ২০২২ বিশ্বকাপ ফাইনালেও তিনি হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু ট্রফি উঠেছিল লিওনেল মেসির হাতে। এবারও হয়তো এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবেন। কিন্তু লা লিগা পেতে আরও অপেক্ষা করতে হবে।
চলতি মৌসুমে চারটি ‘এল ক্লাসিকো’র চারটিতেই জিতলো বার্সেলোনা। এমন নজির খুব বেশি নেই স্পেনের ফুটবলে। লা লিগার দুই পর্বে যথাক্রমে ৪-০ এবং ৪-৩ জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে জিতেছে ৫-২ গোলে। কোপা দেল রে ফাইনালে জিতেছে ৩-২ গোলে।
এ দিন প্রথমার্ধেই ছ’টি গোল হয়েছে। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় রেয়াল। বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করেন বার্সা গোলকিপার উজসিয়েচ শেজ?নি। পেনাল্টি থেকে এমবাপ্পেই এগিয়ে দেন। ১৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান তিনি। ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন। এর পরেই আচমকা খেলা থেকে হারিয়ে যায় রেয়াল।
১৯ মিনিটে কর্নার থেকে গোল করেন এরিক গার্সিয়া। ৩২ মিনিটে সমতা ফেরান লেমিন ইয়ামাল। দু’মিনিট পরে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির আগে আবার একটি গোল করেন ব্রাজিলীয় ফুটবলার। রেয়ালের রক্ষণে নিয়মিত খেলা চার ফুটবলার নেই। তাদের ছাড়া রক্ষণ কতটা ভঙ্গুর তা বোঝা গিয়েছে বার্সেলোনার প্রতিটি গোলে। অরেলিয়ে চুয়ামেনির খেলা তো চোখে দেখা যায়নি। চতুর্থ গোলের সময় যেভাবে সহজ ব্যাক পাস মিস করলেন লুকাস ভাজকুয়েজ, তা স্কুল ছাত্রেরাও করবে না।
প্রথমার্ধে দু’টি দলই নিজেদের সেরা খেলাটা খেলে ফেলেছিল। সে কারণে দ্বিতীয়ার্ধের খেলায় প্রত্যাশিত ঝাঁজ দেখা যায়নি। তবে দু’গোলে পিছিয়ে থাকা রেয়াল অনেক ভালো খেলেছে। সুযোগ কাজে লাগাতে পারলে অনায়াসে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত তারা। এমবাপ্পে, ভিনিসিয়ুস, জোয়াও মুনোজ সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে, বার্সেলোনার ফুটবলারেরাও সুযোগ নষ্ট করেছেন। এমবাপ্পের মতোই হ্যাটট্রিক করতে পারতেন রাফিনহা। ইয়ামালের পাস পেয়েছিলেন রেয়ালের গোলের ঠিক সামনে। সেটাও বাইরে মারেন।
শেষ দিকে ফেদেরিকো ভালভার্দে এবং রেয়ালের দুই ফুটবলারকে কাটিয়ে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেছিলেন ফেরমিন লোপেজ?। তবে রেফারি ভিএআর দেখে সেই গোল হ্যান্ডবলের কারণে বাতিল করে দেন।
লা লিগা
হ্যাটট্রিক ম্যান এমবাপ্পে
সোমবার, ১২ মে ২০২৫
ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে রেয়াল মাদ্রিদ ২-০ এগিয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, সব সমালোচনার জবাব দেয়ার লক্ষ্য নিয়েই নেমেছে তারা। তা অবশ্য হলো না। নিজেদের মাঠে রেয়ালকে ৪-৩ গোলে হারিয়ে লা লিগা শিরোপা প্রায় মুঠোয় বার্সেলোনার। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই ট্রফি তাদের।
রেয়ালকে হারানোর পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট হলো বার্সেলোনার। রেয়াল থাকলো ৭৫ পয়েন্টেই। অর্থাৎ সাত পয়েন্টের পার্থক্য। আর একটি ম্যাচে জিতলেই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল। রেয়ালের হারে সবচেয়ে দুঃখ সম্ভবত পাবেন কিলিয়ান এমবাপ্পে। বিপক্ষের মাঠে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না। ২০২২ বিশ্বকাপ ফাইনালেও তিনি হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু ট্রফি উঠেছিল লিওনেল মেসির হাতে। এবারও হয়তো এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবেন। কিন্তু লা লিগা পেতে আরও অপেক্ষা করতে হবে।
চলতি মৌসুমে চারটি ‘এল ক্লাসিকো’র চারটিতেই জিতলো বার্সেলোনা। এমন নজির খুব বেশি নেই স্পেনের ফুটবলে। লা লিগার দুই পর্বে যথাক্রমে ৪-০ এবং ৪-৩ জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে জিতেছে ৫-২ গোলে। কোপা দেল রে ফাইনালে জিতেছে ৩-২ গোলে।
এ দিন প্রথমার্ধেই ছ’টি গোল হয়েছে। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় রেয়াল। বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করেন বার্সা গোলকিপার উজসিয়েচ শেজ?নি। পেনাল্টি থেকে এমবাপ্পেই এগিয়ে দেন। ১৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান তিনি। ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন। এর পরেই আচমকা খেলা থেকে হারিয়ে যায় রেয়াল।
১৯ মিনিটে কর্নার থেকে গোল করেন এরিক গার্সিয়া। ৩২ মিনিটে সমতা ফেরান লেমিন ইয়ামাল। দু’মিনিট পরে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির আগে আবার একটি গোল করেন ব্রাজিলীয় ফুটবলার। রেয়ালের রক্ষণে নিয়মিত খেলা চার ফুটবলার নেই। তাদের ছাড়া রক্ষণ কতটা ভঙ্গুর তা বোঝা গিয়েছে বার্সেলোনার প্রতিটি গোলে। অরেলিয়ে চুয়ামেনির খেলা তো চোখে দেখা যায়নি। চতুর্থ গোলের সময় যেভাবে সহজ ব্যাক পাস মিস করলেন লুকাস ভাজকুয়েজ, তা স্কুল ছাত্রেরাও করবে না।
প্রথমার্ধে দু’টি দলই নিজেদের সেরা খেলাটা খেলে ফেলেছিল। সে কারণে দ্বিতীয়ার্ধের খেলায় প্রত্যাশিত ঝাঁজ দেখা যায়নি। তবে দু’গোলে পিছিয়ে থাকা রেয়াল অনেক ভালো খেলেছে। সুযোগ কাজে লাগাতে পারলে অনায়াসে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত তারা। এমবাপ্পে, ভিনিসিয়ুস, জোয়াও মুনোজ সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে, বার্সেলোনার ফুটবলারেরাও সুযোগ নষ্ট করেছেন। এমবাপ্পের মতোই হ্যাটট্রিক করতে পারতেন রাফিনহা। ইয়ামালের পাস পেয়েছিলেন রেয়ালের গোলের ঠিক সামনে। সেটাও বাইরে মারেন।
শেষ দিকে ফেদেরিকো ভালভার্দে এবং রেয়ালের দুই ফুটবলারকে কাটিয়ে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেছিলেন ফেরমিন লোপেজ?। তবে রেফারি ভিএআর দেখে সেই গোল হ্যান্ডবলের কারণে বাতিল করে দেন।