নিলামে দল না পেলেও ভারত-পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে তারা।
আইপিএলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুযায়ী, নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে মোস্তাফিজকে।
মোস্তাফিজ আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে দলটির হয়ে ৯ উইকেট নেন তিনি। এছাড়া তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন।
এইবার মোস্তাফিজই হলেন আইপিএলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা ৬ লাখ ডলারে বিক্রি হয়েছিলেন।
তবে এবারের আইপিএলে মোস্তাফিজের খুব বেশি ম্যাচ খেলার সম্ভাবনা নেই। দিল্লি এখন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেতে হলে তাঁকে মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
আইপিএল বিরতি শেষে আবার শুরু হবে ১৭ মে। দিল্লির ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে। এর আগের দিন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে দলে আছেন মোস্তাফিজ। আজই তাঁর ঢাকা ছাড়ার কথা।
বুধবার, ১৪ মে ২০২৫
নিলামে দল না পেলেও ভারত-পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে তারা।
আইপিএলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুযায়ী, নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে মোস্তাফিজকে।
মোস্তাফিজ আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে দলটির হয়ে ৯ উইকেট নেন তিনি। এছাড়া তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন।
এইবার মোস্তাফিজই হলেন আইপিএলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা ৬ লাখ ডলারে বিক্রি হয়েছিলেন।
তবে এবারের আইপিএলে মোস্তাফিজের খুব বেশি ম্যাচ খেলার সম্ভাবনা নেই। দিল্লি এখন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেতে হলে তাঁকে মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
আইপিএল বিরতি শেষে আবার শুরু হবে ১৭ মে। দিল্লির ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে। এর আগের দিন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে দলে আছেন মোস্তাফিজ। আজই তাঁর ঢাকা ছাড়ার কথা।