সাকিব আল হাসানের থমকে থাকা ক্রিকেট ক্যারিয়ারে একটু গতি ফিরতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
পিএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই, যদিও এর বাইরে বিস্তারিত কিছু জানাননি।
সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। সবশেষ তাকে দেখা গেছে আবু ধাবি টি-টেন ক্রিকেটে, যেখানে বাংলা টাইগার্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন গত ৩০ নভেম্বর। স্বীকৃত ক্রিকেটে সবশেষ অংশ নিয়েছেন গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
পরের মাসে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে দেশে ফেরার কথা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে তা আর সম্ভব হয়নি। এরপর দেশের বাইরেও বাংলাদেশের হয়ে আর দেখা যায়নি তাকে। টেস্ট থেকে বিদায় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার—সব কিছু আপাতত অনিশ্চয়তায় ঢাকা।
এরই মধ্যে আরও একটি ধাক্কা ছিল বোলিং অ্যাকশনের সমস্যা। কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় তার অ্যাকশন এবং তিনি বোলিংয়ে নিষিদ্ধ হন। পরবর্তীতে অ্যাকশন শুধরে গত মার্চে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ের অনুমতি পান।
তবে এরপরও খেলায় ফেরার সুযোগ পাচ্ছিলেন না। ক্যারিয়ারজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা এই অলরাউন্ডার ক্যারিয়ারের গোধূলি লগ্নে খেলার সুযোগ খুঁজছিলেন। আইপিএল ও পিএসএলের নিলামে দল না পেলেও অবশেষে পিএসএলের মাধ্যমে ফেরার দরজা খুলেছে।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে গত শুক্রবার স্থগিত হয় পিএসএল। যুদ্ধবিরতির পর আবারও শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।
বুধবার, ১৪ মে ২০২৫
সাকিব আল হাসানের থমকে থাকা ক্রিকেট ক্যারিয়ারে একটু গতি ফিরতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
পিএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই, যদিও এর বাইরে বিস্তারিত কিছু জানাননি।
সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। সবশেষ তাকে দেখা গেছে আবু ধাবি টি-টেন ক্রিকেটে, যেখানে বাংলা টাইগার্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন গত ৩০ নভেম্বর। স্বীকৃত ক্রিকেটে সবশেষ অংশ নিয়েছেন গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
পরের মাসে বিদায়ী টেস্ট সিরিজ খেলতে দেশে ফেরার কথা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে তা আর সম্ভব হয়নি। এরপর দেশের বাইরেও বাংলাদেশের হয়ে আর দেখা যায়নি তাকে। টেস্ট থেকে বিদায় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার—সব কিছু আপাতত অনিশ্চয়তায় ঢাকা।
এরই মধ্যে আরও একটি ধাক্কা ছিল বোলিং অ্যাকশনের সমস্যা। কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় তার অ্যাকশন এবং তিনি বোলিংয়ে নিষিদ্ধ হন। পরবর্তীতে অ্যাকশন শুধরে গত মার্চে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ের অনুমতি পান।
তবে এরপরও খেলায় ফেরার সুযোগ পাচ্ছিলেন না। ক্যারিয়ারজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা এই অলরাউন্ডার ক্যারিয়ারের গোধূলি লগ্নে খেলার সুযোগ খুঁজছিলেন। আইপিএল ও পিএসএলের নিলামে দল না পেলেও অবশেষে পিএসএলের মাধ্যমে ফেরার দরজা খুলেছে।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে গত শুক্রবার স্থগিত হয় পিএসএল। যুদ্ধবিরতির পর আবারও শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।