মতিঝিলের মোহামেডান ক্লাবে সমর্থকদের উল্লাস
আবাহনী হারলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শিরোপা জিতবে মোহামেডান। এমন আবহে শনিবার,(১৭ মে ২০২৫) কুমিল্লায় শুরু হয় আবাহনী-ফর্টিস ম্যাচ। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আবাহনী। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। মোহামেডানের পয়েন্ট ৩৮। আকাশি-নীল জার্সিধারীদের লক্ষ্য এখন লীগের রানার্সআপ হওয়া। বাকি তিন রাউন্ডে আবাহনীর লড়াই মূলত বসুন্ধরা কিংসের সঙ্গে। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস।
২০০৭ সালে পেশাদার লীগ নামকরণের পর এই শিরোপার হাহাকার ছিল মোহামেডানের। অবশেষে সে অপেক্ষার পালা ফুরালো তাদের। শীর্ষ লীগের হিসেবে ২০০২ সালের পর প্রথম এই ট্রফির স্বাদ পেল সাদাকালো জার্সিধারীরা।
গত মৌসুমেও লীগ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান; কিন্তু পূর্ণতা দিতে পারেনি। টেবিলে কিংসের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকে তারা শেষ করেছিল আসর।
আবাহনী শুরু থেকে খেলতে থাকে সাদামাটা ফুটবল। ১৮ মিনিট খেলার পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। মিনিট কুড়ি পর ফের খেলা শুরু হয়।
এরপর খেলা শুরু হওয়ার পরই পেনাল্টি থেকে মিতুল মারমাকে পরাস্ত করে ফর্টিসকে এগিয়ে নেন পা ওমার। গাম্বিয়ার এই ফরোয়ার্ডই বক্সে ফাউলের শিকার হয়েছিলেন।
মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে মাঠ ভারি ও পিচ্ছিল হয়ে যায়। ফলে দুই দলের খেলার স্বাভাবিক গতিও কমে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে আবাহনী; কিন্তু জমাট রক্ষণে বক্সের আশপাশেই আটকে রাখে ফর্টিস।
৭৫ মিনিটে আব্দুল্লাহ ওমর সজীব লাল কার্ড দেখার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ১০ জনের ফর্টিস। এসা জালো করেন ২-০। ৮০ মিনিটে মোহাম্মদ হৃদয় আবাহনীর হয়ে এক গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে।
৬৫তম মিনিটে ভালো একটি সুযোগ পায় আবাহনী। কিন্তু রাফায়েলের ক্রসে বক্সে জটলার ভেতর থেকে এমেকা ওগবাহর শট আটকে দেন ফর্টিস গোলকিপার সারোয়ার জাহান।
আবাহনী হারলেই মোহামেডান চ্যাম্পিয়ন। শনিবার তাই মোহামেডান ক্লাবে ফুটবলার ও কোচিং স্টাফদের আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়।
অনেক প্রচেষ্টার ফল মোহামেডানের এই লীগ
জয় : আলফাজ
প্রতিক্রিয়া জানিয়ে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেন, এই সাফল্যে সবার ভুমিকা রয়েছে। তবে খেলোয়াড়দের ভুমিকা সবচেয়ে বেশি।
‘আমরা তিন চার বছর এই দলকে ধরে রেখেছি। নতুন খেলোয়াড় খুব বেশি দলে টানিনি আবার আমাদের ছেড়ে খুব বেশি খেলোয়াড়ও চলে যায়নি। ফলে আমরা একই দল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। নকীব (ইমতিয়াজ আহমেদ, টিম ম্যানেজার), আমরা মিলে বন্ডিং ধরে রেখেছি। ছেলেরাও আমাদের ওপর আস্থা রেখে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। এ কারণেই সাফল্য এসেছে।’
২০২২ সালে শন লেন চলে যাওয়ার পর মোহামেডানের হাল ধরেন শফিকুল ইসলাম মানিক। তার বিদায়ে ২০২৩ সালের মার্চে দলটির ডাগআউটে আসেন আলফাজ। সাবেক এই তারকা ফরোয়ার্ডের কোচিংয়ে মোহামেডান ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপ জিতে নেয়। এ মৌসুমের শুরুতে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জয়ের আশাও জাগায় সাদাকালো জার্সিধারীরা। কিন্তু কিংসের বিপক্ষে হেরে যায় তারা।
লম্বা সময় ধরে অনেক প্রচেষ্টায় মোহামেডান দুর্বার হয়ে উঠেছে, মনে করেন আলফাজ।
‘নিজেদের ওপর আস্থা রেখে আমরা লম্বা সময় ধরে পরিশ্রম করেছি। খেলোয়াড়দের, টিম স্টাফদের, আমাদের কারো আন্তরিকতা বলেন, চেষ্টা বলেন, কোনো কিছুর কমতি ছিল না। বলতে পারেন, অনেক প্রচেষ্টার ফল মোহামেডানের এই লীগ জয়।’
মতিঝিলের মোহামেডান ক্লাবে সমর্থকদের উল্লাস
শনিবার, ১৭ মে ২০২৫
আবাহনী হারলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শিরোপা জিতবে মোহামেডান। এমন আবহে শনিবার,(১৭ মে ২০২৫) কুমিল্লায় শুরু হয় আবাহনী-ফর্টিস ম্যাচ। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আবাহনী। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। মোহামেডানের পয়েন্ট ৩৮। আকাশি-নীল জার্সিধারীদের লক্ষ্য এখন লীগের রানার্সআপ হওয়া। বাকি তিন রাউন্ডে আবাহনীর লড়াই মূলত বসুন্ধরা কিংসের সঙ্গে। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস।
২০০৭ সালে পেশাদার লীগ নামকরণের পর এই শিরোপার হাহাকার ছিল মোহামেডানের। অবশেষে সে অপেক্ষার পালা ফুরালো তাদের। শীর্ষ লীগের হিসেবে ২০০২ সালের পর প্রথম এই ট্রফির স্বাদ পেল সাদাকালো জার্সিধারীরা।
গত মৌসুমেও লীগ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান; কিন্তু পূর্ণতা দিতে পারেনি। টেবিলে কিংসের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকে তারা শেষ করেছিল আসর।
আবাহনী শুরু থেকে খেলতে থাকে সাদামাটা ফুটবল। ১৮ মিনিট খেলার পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। মিনিট কুড়ি পর ফের খেলা শুরু হয়।
এরপর খেলা শুরু হওয়ার পরই পেনাল্টি থেকে মিতুল মারমাকে পরাস্ত করে ফর্টিসকে এগিয়ে নেন পা ওমার। গাম্বিয়ার এই ফরোয়ার্ডই বক্সে ফাউলের শিকার হয়েছিলেন।
মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে মাঠ ভারি ও পিচ্ছিল হয়ে যায়। ফলে দুই দলের খেলার স্বাভাবিক গতিও কমে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে আবাহনী; কিন্তু জমাট রক্ষণে বক্সের আশপাশেই আটকে রাখে ফর্টিস।
৭৫ মিনিটে আব্দুল্লাহ ওমর সজীব লাল কার্ড দেখার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ১০ জনের ফর্টিস। এসা জালো করেন ২-০। ৮০ মিনিটে মোহাম্মদ হৃদয় আবাহনীর হয়ে এক গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে।
৬৫তম মিনিটে ভালো একটি সুযোগ পায় আবাহনী। কিন্তু রাফায়েলের ক্রসে বক্সে জটলার ভেতর থেকে এমেকা ওগবাহর শট আটকে দেন ফর্টিস গোলকিপার সারোয়ার জাহান।
আবাহনী হারলেই মোহামেডান চ্যাম্পিয়ন। শনিবার তাই মোহামেডান ক্লাবে ফুটবলার ও কোচিং স্টাফদের আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়।
অনেক প্রচেষ্টার ফল মোহামেডানের এই লীগ
জয় : আলফাজ
প্রতিক্রিয়া জানিয়ে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেন, এই সাফল্যে সবার ভুমিকা রয়েছে। তবে খেলোয়াড়দের ভুমিকা সবচেয়ে বেশি।
‘আমরা তিন চার বছর এই দলকে ধরে রেখেছি। নতুন খেলোয়াড় খুব বেশি দলে টানিনি আবার আমাদের ছেড়ে খুব বেশি খেলোয়াড়ও চলে যায়নি। ফলে আমরা একই দল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। নকীব (ইমতিয়াজ আহমেদ, টিম ম্যানেজার), আমরা মিলে বন্ডিং ধরে রেখেছি। ছেলেরাও আমাদের ওপর আস্থা রেখে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। এ কারণেই সাফল্য এসেছে।’
২০২২ সালে শন লেন চলে যাওয়ার পর মোহামেডানের হাল ধরেন শফিকুল ইসলাম মানিক। তার বিদায়ে ২০২৩ সালের মার্চে দলটির ডাগআউটে আসেন আলফাজ। সাবেক এই তারকা ফরোয়ার্ডের কোচিংয়ে মোহামেডান ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপ জিতে নেয়। এ মৌসুমের শুরুতে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জয়ের আশাও জাগায় সাদাকালো জার্সিধারীরা। কিন্তু কিংসের বিপক্ষে হেরে যায় তারা।
লম্বা সময় ধরে অনেক প্রচেষ্টায় মোহামেডান দুর্বার হয়ে উঠেছে, মনে করেন আলফাজ।
‘নিজেদের ওপর আস্থা রেখে আমরা লম্বা সময় ধরে পরিশ্রম করেছি। খেলোয়াড়দের, টিম স্টাফদের, আমাদের কারো আন্তরিকতা বলেন, চেষ্টা বলেন, কোনো কিছুর কমতি ছিল না। বলতে পারেন, অনেক প্রচেষ্টার ফল মোহামেডানের এই লীগ জয়।’