স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে ট্রায়াল ম্যাচ দেখছেন প্রধান কোচ কাবরেরা (ডানে)
৪৯ জন প্রবাসী কিশোর ফুটবলারের অংশগ্রহনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেষ হয় ট্রায়াল। সোমবার,(৩০ জুন ২০২৫) সন্ধ্যার ঠিক আগে, জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ডাগ আউট থেকে উঠতে যাচ্ছিলেন। তখনই গ্যালারিতে সমর্থকদের ,‘ ভুয়া, ভুয়া’ স্লোগান। দর্শকদের বিরুপ মন্তব্য স্বাভাবিকভাবেই তিনি আঁচ করতে পেরেছেন। ফলে হাটার গতি খানিকটা বাড়িয়ে দেন কাবরেরা। সমর্থকদের এমন মন্তব্যে কোচের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করেও লাভ হয়নি মিডিয়া কর্মীদের। তা এড়িয়ে যান তিনি। মাঠ থেকে কাবরেরা চলে যাওয়ার পরও গ্যালারিতে সমর্থকদের ভুয়া স্লোগান মিনিট পনেরো অব্যাহত ছিল। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম শেষে সনদ প্রদান অনুষ্ঠান ছাপিয়ে ভুয়া স্লোগান বড় হয়েছিল। সমর্থকরা ভুয়ার পর ,‘ সিন্ডিকেট কবর দে’, ‘ জিকো , জিকো’ আওয়াজ তুলেছিলেন কয়েকবার।
সোমবার প্রবাসী ফুটবলাররা নিজেদের মধ্যে দুই ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এই ম্যাচ দেখতে গ্যালারিতে শ’পাচেক দর্শক এসেছিলেন। তারা সেই খেলার পর জাতীয় দলের স্প্যানিশ কোচের সমালোচনা শুরু করেন। এক সমর্থক উত্তেজিত কন্ঠে বলেন,‘ আমরা হাভিয়ের কাবরেরাকে চাই না। সে সিন্ডিকেট করে। ’ আরেক সমর্থক বলেন,‘ সিঙ্গাপুর ব্যর্থতার জন্য কোচ কাবরেরাই দায়ী। তাকে আমরা চাই না।’ ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের পরদিনই স্প্যানে উড়াল দেন কাবরেরা। তবে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল উপলক্ষ্যে আবার ঢাকায় আসেন। তিন দিনের এই ট্রায়ালের পর্যবেক্ষক ছিলেন তিনি। প্রথম দুই দিন ক্লোজড ডোর ছিল। সোমবারই প্রথম সিঙ্গাপুরের ম্যাচের পর সমর্থকরা কাবরেরাকে কাছে পেয়েছিলেন। নিজেদের রাগ উগরে দিয়েছেন ‘ভুয়া, ভুয়া’ ধ্বনিতে।
স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে ট্রায়াল ম্যাচ দেখছেন প্রধান কোচ কাবরেরা (ডানে)
সোমবার, ৩০ জুন ২০২৫
৪৯ জন প্রবাসী কিশোর ফুটবলারের অংশগ্রহনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেষ হয় ট্রায়াল। সোমবার,(৩০ জুন ২০২৫) সন্ধ্যার ঠিক আগে, জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ডাগ আউট থেকে উঠতে যাচ্ছিলেন। তখনই গ্যালারিতে সমর্থকদের ,‘ ভুয়া, ভুয়া’ স্লোগান। দর্শকদের বিরুপ মন্তব্য স্বাভাবিকভাবেই তিনি আঁচ করতে পেরেছেন। ফলে হাটার গতি খানিকটা বাড়িয়ে দেন কাবরেরা। সমর্থকদের এমন মন্তব্যে কোচের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করেও লাভ হয়নি মিডিয়া কর্মীদের। তা এড়িয়ে যান তিনি। মাঠ থেকে কাবরেরা চলে যাওয়ার পরও গ্যালারিতে সমর্থকদের ভুয়া স্লোগান মিনিট পনেরো অব্যাহত ছিল। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম শেষে সনদ প্রদান অনুষ্ঠান ছাপিয়ে ভুয়া স্লোগান বড় হয়েছিল। সমর্থকরা ভুয়ার পর ,‘ সিন্ডিকেট কবর দে’, ‘ জিকো , জিকো’ আওয়াজ তুলেছিলেন কয়েকবার।
সোমবার প্রবাসী ফুটবলাররা নিজেদের মধ্যে দুই ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এই ম্যাচ দেখতে গ্যালারিতে শ’পাচেক দর্শক এসেছিলেন। তারা সেই খেলার পর জাতীয় দলের স্প্যানিশ কোচের সমালোচনা শুরু করেন। এক সমর্থক উত্তেজিত কন্ঠে বলেন,‘ আমরা হাভিয়ের কাবরেরাকে চাই না। সে সিন্ডিকেট করে। ’ আরেক সমর্থক বলেন,‘ সিঙ্গাপুর ব্যর্থতার জন্য কোচ কাবরেরাই দায়ী। তাকে আমরা চাই না।’ ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের পরদিনই স্প্যানে উড়াল দেন কাবরেরা। তবে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল উপলক্ষ্যে আবার ঢাকায় আসেন। তিন দিনের এই ট্রায়ালের পর্যবেক্ষক ছিলেন তিনি। প্রথম দুই দিন ক্লোজড ডোর ছিল। সোমবারই প্রথম সিঙ্গাপুরের ম্যাচের পর সমর্থকরা কাবরেরাকে কাছে পেয়েছিলেন। নিজেদের রাগ উগরে দিয়েছেন ‘ভুয়া, ভুয়া’ ধ্বনিতে।