আজহার মেহমুদ
পাকিস্তানের টেস্ট দলের অস্থায়ী কোচ হয়েছেন আজহার মেহমুদ। সাবেক অলরাউন্ডারকে দায়িত্ব দেয়ার কথা সোমবার,(৩০ জুন ২০২৫) জানিয়েছে পিসিবি। আগামী অক্টোবরে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টেস্টের সিরিজ দিয়ে কাজ শুরু করতে পারেন মেহমুদ।
২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন জেসন গিলেসপি। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ইস্তফা দেয়ার পর থেকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের টেস্ট দলের কোনও স্থায়ী কোচ ছিল না। অস্থায়ী ভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন আকিব জাভেদ। তার পরিবর্তে মেহমুদকে দায়িত্ব দেয়া হল। তবে সাবেক অলরাউন্ডারকেও স্থায়ী ভাবে নিয়োগ করা হয়নি। স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আপাতত আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি হয়েছে তার সঙ্গে।
মেহমুদকে টেস্ট দলের অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ করার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে পিসিবি। তাতে লেখা হয়েছে, ‘কোচ হিসেবে কাজ করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে আজহার মেহমুদের। ক্রিকেট মস্তিষ্ক হিসেবে অত্যন্ত পরিণত। জাতীয় দলের প্রধান সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন। সেই সূত্রে তিনি কৌশল তৈরির কাজেও যুক্ত ছিলেন। তা ছাড়া খেলোয়াড় হিসেবে প্রচুর অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সাফল্যের সঙ্গে খেলেছেন। সব কিছু মিলিয়ে এই পদের জন্য তিনি উপযুক্ত।’
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মেহমুদ।
আজহার মেহমুদ
সোমবার, ৩০ জুন ২০২৫
পাকিস্তানের টেস্ট দলের অস্থায়ী কোচ হয়েছেন আজহার মেহমুদ। সাবেক অলরাউন্ডারকে দায়িত্ব দেয়ার কথা সোমবার,(৩০ জুন ২০২৫) জানিয়েছে পিসিবি। আগামী অক্টোবরে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টেস্টের সিরিজ দিয়ে কাজ শুরু করতে পারেন মেহমুদ।
২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন জেসন গিলেসপি। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ইস্তফা দেয়ার পর থেকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের টেস্ট দলের কোনও স্থায়ী কোচ ছিল না। অস্থায়ী ভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন আকিব জাভেদ। তার পরিবর্তে মেহমুদকে দায়িত্ব দেয়া হল। তবে সাবেক অলরাউন্ডারকেও স্থায়ী ভাবে নিয়োগ করা হয়নি। স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আপাতত আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি হয়েছে তার সঙ্গে।
মেহমুদকে টেস্ট দলের অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ করার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে পিসিবি। তাতে লেখা হয়েছে, ‘কোচ হিসেবে কাজ করার প্রচুর অভিজ্ঞতা রয়েছে আজহার মেহমুদের। ক্রিকেট মস্তিষ্ক হিসেবে অত্যন্ত পরিণত। জাতীয় দলের প্রধান সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন। সেই সূত্রে তিনি কৌশল তৈরির কাজেও যুক্ত ছিলেন। তা ছাড়া খেলোয়াড় হিসেবে প্রচুর অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সাফল্যের সঙ্গে খেলেছেন। সব কিছু মিলিয়ে এই পদের জন্য তিনি উপযুক্ত।’
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মেহমুদ।