নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়ে মাঠেই তাৎক্ষণিক উচ্ছ্বাসে মেতেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। তবে আনন্দ-উৎসবের কিছুটা জমা রেখেছে। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচের পর প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠার সাফল্য উদ্যাপন করতে চায় মেয়েরা।
ইয়াংগুনে বৃহস্পতিবার(৩-৭-২০২৫) মাঠের অনুশীলন ছিল না। ফুরফুরে মেজাজে থাকা ফুটবলাররা নতুন করে বাঁধনহারা উৎসবের পরিকল্পনা করছেন।
ডিফেন্ডার শিউলি বলেছেন, ‘যখন আমরা আমাদের গ্রুপটা দেখেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল, আমরা সবাই যদি হৃদয় দিয়ে চাই এবং খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদ্যাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদ্যাপন করবো।’
বৃহস্পতিবার খেলোয়াড়রা হালকা স্ট্রেচিং, সুইমিংপুলে সময় কাটিয়েছেন রিকভারির জন্য। টিম ম্যানেজার ও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালো অবস্থায় আছে। ভালো মেজাজে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ গেছে। এজন্য আজ আমরা রিকভারি করছি। স্ট্রেচিং করে সুইমিং করেছে।’
তিনি আরও বললেন, ‘এটা (বাছাই পার হওয়া) আমি বলবো, আমাদের মেয়েদের এত দিনের যে কষ্ট, যে পথচলা, যে পরিশ্রম মেয়েরা করেছে। তার ফসল আমরা পেয়েছি। মেয়েরা একটা ইতিহাস গড়েছে, আমাদের আরেকটা ম্যাচ আছে। এ ম্যাচটাকেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের মেয়েরা সামনে আরও ভালো করবে।’
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়ে মাঠেই তাৎক্ষণিক উচ্ছ্বাসে মেতেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। তবে আনন্দ-উৎসবের কিছুটা জমা রেখেছে। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচের পর প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠার সাফল্য উদ্যাপন করতে চায় মেয়েরা।
ইয়াংগুনে বৃহস্পতিবার(৩-৭-২০২৫) মাঠের অনুশীলন ছিল না। ফুরফুরে মেজাজে থাকা ফুটবলাররা নতুন করে বাঁধনহারা উৎসবের পরিকল্পনা করছেন।
ডিফেন্ডার শিউলি বলেছেন, ‘যখন আমরা আমাদের গ্রুপটা দেখেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল, আমরা সবাই যদি হৃদয় দিয়ে চাই এবং খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদ্যাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদ্যাপন করবো।’
বৃহস্পতিবার খেলোয়াড়রা হালকা স্ট্রেচিং, সুইমিংপুলে সময় কাটিয়েছেন রিকভারির জন্য। টিম ম্যানেজার ও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালো অবস্থায় আছে। ভালো মেজাজে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ গেছে। এজন্য আজ আমরা রিকভারি করছি। স্ট্রেচিং করে সুইমিং করেছে।’
তিনি আরও বললেন, ‘এটা (বাছাই পার হওয়া) আমি বলবো, আমাদের মেয়েদের এত দিনের যে কষ্ট, যে পথচলা, যে পরিশ্রম মেয়েরা করেছে। তার ফসল আমরা পেয়েছি। মেয়েরা একটা ইতিহাস গড়েছে, আমাদের আরেকটা ম্যাচ আছে। এ ম্যাচটাকেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের মেয়েরা সামনে আরও ভালো করবে।’