রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় আরএমপির পুলিশ লাইন মাঠে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে পুলিশ কমিশনার ভলিবল দল ২-০ সেটে বিভাগীয় কমিশনার ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ এনডিসি ও পুলিশ কমিশনার উপস্থিত থেকে এই ম্যাচের উদ্বোধন করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান , উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের প্রীতি ভলিবল প্রতিযোগিতা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিও মাধ্যম নয়, এটি মানুষের মধ্যকার সম্পর্ককে আরো ঘনিষ্ট করে তোলে ও পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সহানুভূতির ভিত্তি গড়ে তোলে।
এই আয়োজন আমাদেও পেশাগত সর্ম্পকে যেমন মজবুত করেছে তেমনি ব্যাক্তিগত বন্ধন আরো দৃঢ় করেছে। আমি মনে করি এ ধরনের আয়োজন আমাদের কর্মস্থলে একটি ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। রাজশাহী মেটোপলিটন পুলিশকে আমি এই সৃজনশীল ও আন্তরিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাচ্ছি। পুলিশ কমিশনার বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরনীয় করে রাখতে এই প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলায় জয় পরাজয় থাকে তবে শরীর ও মন ভালো থাকে। সব চেয়ে বড় বিষয় হলো এই খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক সর্ম্পক আরো দৃঢ় ও সৌহার্দ্যপূণ করেছে।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় আরএমপির পুলিশ লাইন মাঠে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে পুলিশ কমিশনার ভলিবল দল ২-০ সেটে বিভাগীয় কমিশনার ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ এনডিসি ও পুলিশ কমিশনার উপস্থিত থেকে এই ম্যাচের উদ্বোধন করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান , উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের প্রীতি ভলিবল প্রতিযোগিতা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিও মাধ্যম নয়, এটি মানুষের মধ্যকার সম্পর্ককে আরো ঘনিষ্ট করে তোলে ও পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সহানুভূতির ভিত্তি গড়ে তোলে।
এই আয়োজন আমাদেও পেশাগত সর্ম্পকে যেমন মজবুত করেছে তেমনি ব্যাক্তিগত বন্ধন আরো দৃঢ় করেছে। আমি মনে করি এ ধরনের আয়োজন আমাদের কর্মস্থলে একটি ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। রাজশাহী মেটোপলিটন পুলিশকে আমি এই সৃজনশীল ও আন্তরিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাচ্ছি। পুলিশ কমিশনার বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরনীয় করে রাখতে এই প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলায় জয় পরাজয় থাকে তবে শরীর ও মন ভালো থাকে। সব চেয়ে বড় বিষয় হলো এই খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক সর্ম্পক আরো দৃঢ় ও সৌহার্দ্যপূণ করেছে।