বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবুয়ের মাটিতে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দাপট দেখালো দুই ম্যাচেই। উইয়ান মুল্ডারের রেকর্ড ট্রিপল সেঞ্চুরির পর জিম্বাবুয়েকে ইনিংস ইনিংস ও ২৩৬ রানে ব্যবধানে হারালো তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
মুল্ডার প্রথম ইনিংসে ৩৬৭ রান করেন। ব্রায়ান লারার চারশ রানের রেকর্ড টপকে যাওয়ার সুযোগ থাকলেও ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। দ্বিতীয় দিনেই জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করে দিয়ে ফলো অনে পাঠায় তারা।
১ উইকেটে ৫১ রানে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। তাকুজাওয়ানাশে কাইতানো ৩৪ ও নিক ওয়েলচ ৬ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের আগে কাইতানো ৪০ ও শন উইলিয়ামস ১১ রানে আউট হন।
৩ উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় সেশন শুরু করে জিম্বাবুয়ে। তার আগে হাফ সেঞ্চুরি করেন ওয়েলচ। তবে বিরতি থেকে ফিরে টিকতে পারেননি তিনি।
১২৬ বলে ৫৫ রান করে মুথুস্যামির শিকার ওয়েলচ।
তারপর ক্রেইগ আরভিন ছাড়া আর কোনও ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি।
৯৫ বলে ৪৯ রান করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার।
তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২২০ রানে জিম্বাবুয়ে অলআউট হয়। তাতে ইনিংস ও ২৩৬ রানে হার মানে তারা।
রেকর্ড রান করার পর দুই ইনিংসে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুল্ডার।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২৬/৫ ডিক্লে.
জিম্বাবুয়ে ১৭০ ও ২২০ (ওয়েলচ ৩০, আরভাইন ৪৯, চিভাঙ্গা ২২, ইউসুফ ২/৩৮, বশ ৪/৩৮, মুথুসামি ৩/৭৭)। ম্যাচ ও সিরিজ সেরা: ভিয়ান মুল্ডার
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবুয়ের মাটিতে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দাপট দেখালো দুই ম্যাচেই। উইয়ান মুল্ডারের রেকর্ড ট্রিপল সেঞ্চুরির পর জিম্বাবুয়েকে ইনিংস ইনিংস ও ২৩৬ রানে ব্যবধানে হারালো তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
মুল্ডার প্রথম ইনিংসে ৩৬৭ রান করেন। ব্রায়ান লারার চারশ রানের রেকর্ড টপকে যাওয়ার সুযোগ থাকলেও ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। দ্বিতীয় দিনেই জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করে দিয়ে ফলো অনে পাঠায় তারা।
১ উইকেটে ৫১ রানে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। তাকুজাওয়ানাশে কাইতানো ৩৪ ও নিক ওয়েলচ ৬ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের আগে কাইতানো ৪০ ও শন উইলিয়ামস ১১ রানে আউট হন।
৩ উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় সেশন শুরু করে জিম্বাবুয়ে। তার আগে হাফ সেঞ্চুরি করেন ওয়েলচ। তবে বিরতি থেকে ফিরে টিকতে পারেননি তিনি।
১২৬ বলে ৫৫ রান করে মুথুস্যামির শিকার ওয়েলচ।
তারপর ক্রেইগ আরভিন ছাড়া আর কোনও ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি।
৯৫ বলে ৪৯ রান করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার।
তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২২০ রানে জিম্বাবুয়ে অলআউট হয়। তাতে ইনিংস ও ২৩৬ রানে হার মানে তারা।
রেকর্ড রান করার পর দুই ইনিংসে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুল্ডার।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২৬/৫ ডিক্লে.
জিম্বাবুয়ে ১৭০ ও ২২০ (ওয়েলচ ৩০, আরভাইন ৪৯, চিভাঙ্গা ২২, ইউসুফ ২/৩৮, বশ ৪/৩৮, মুথুসামি ৩/৭৭)। ম্যাচ ও সিরিজ সেরা: ভিয়ান মুল্ডার