ছবিতে তানজিদের বোল্ড আউটের মুহূর্ত
মঙ্গলবার,(০৮ জুলাই ২০২৫) শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার ২৮৫/৭ জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ চার ওভারের মধ্যে ২০ রানে দুই উইকেট হারায়। ফার্নান্ডোর বলে বোল্ড হন তানজিদ, ১৩ বলে ১৭ রান করে। পরের ওভারে চামিরার শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন শান্ত।