বাংলাদেশের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার,(০৮ জুলাই ২০২৫) ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।
দলে এবারও জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ফেরা হলো না শাহিন শাহ আফ্রিদির।
গত মে-জুনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়ও তারা ছিলেন না। ওই টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।
গত মে-জুন মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দলে ৮টি পরিবর্তন করে পাকিস্তান। সামনের সিরিজের দলে তাদের পরিবর্তন ৬টি।
তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে।
ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় হাসান আলিকে রাখা হয়নি এই সিরিজে। এছাড়া সবশেষ ওই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান খান।
সালমান আলি আগার নেতৃত্বাধীন দলে ফিরেছেন মোহাম্মদ নাওয়াজ ও সুফিয়ান মুকিম।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ দেয়া হয় বাঁহাতি পেসার আফ্রিদিকে। তিন জনের কাউকেই ফেরানো হয়নি দলে।
নিজেদের গত সিরিজে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। তিন ম্যাচেই দাপুটে জয় পায় তারা।
১০ দিনের সফরে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান। সেদিন চলতি শ্রীলঙ্কা সফরে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন দেশে ফিরবেন লিটন, মিরাজরা।
শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। একই মাঠে পরের দুই ম্যাচ ২২ ও ২৪ তারিখ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
বাংলাদেশের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার,(০৮ জুলাই ২০২৫) ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।
দলে এবারও জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ফেরা হলো না শাহিন শাহ আফ্রিদির।
গত মে-জুনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়ও তারা ছিলেন না। ওই টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।
গত মে-জুন মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দলে ৮টি পরিবর্তন করে পাকিস্তান। সামনের সিরিজের দলে তাদের পরিবর্তন ৬টি।
তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে।
ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় হাসান আলিকে রাখা হয়নি এই সিরিজে। এছাড়া সবশেষ ওই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান খান।
সালমান আলি আগার নেতৃত্বাধীন দলে ফিরেছেন মোহাম্মদ নাওয়াজ ও সুফিয়ান মুকিম।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ দেয়া হয় বাঁহাতি পেসার আফ্রিদিকে। তিন জনের কাউকেই ফেরানো হয়নি দলে।
নিজেদের গত সিরিজে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। তিন ম্যাচেই দাপুটে জয় পায় তারা।
১০ দিনের সফরে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান। সেদিন চলতি শ্রীলঙ্কা সফরে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন দেশে ফিরবেন লিটন, মিরাজরা।
শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। একই মাঠে পরের দুই ম্যাচ ২২ ও ২৪ তারিখ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।