ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর কোচের দায়িত্বে প্রথমবার এসে খুব একটা খারাপ করেননি একেএম মারুফুল হক। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লীগে দলকে করিয়েছেন রানার্সআপ। বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে শুরু থেকে দারুণ লড়েছেন। এবারও নতুন মৌসুমে এএফসি প্রো লাইসেন্সধারী কোচের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপসহ ঘরোয়া ফুটবলে আকাশি-হলুদ জার্সিধারিদের ডাগ আউটে দেখা যাবে দেশের অন্যতম সেরা কোচকে। আবাহনী লিমিটেড এএফসি কাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। আগামী ১২ আগস্ট এই প্লে-অফ ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কয়েক দিনের মধ্যে দলের অনুশীলনও শুরু হওয়ার কথা রয়েছে। টানা দ্বিতীয় মৌসুমে আবাহনীর দায়িত্ব পেয়ে খুশি মারুফুল। তার কথা, ‘আমাকে নতুন মৌসুমেও কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আমিও সম্মতি দিয়েছি। কয়েকদিনের মধ্যে দলের প্রস্তুতিও শুরু হয়ে যাবে।
তবে শুরুতে এএফসি কাপের পরীক্ষা। কিরগিজস্তানের দলটি ভালো। তাদের দলে ইউক্রেনের ৯ জন রয়েছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করছি নিজেদের মাঠে ইতিবাচক কিছু হবে।’
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর কোচের দায়িত্বে প্রথমবার এসে খুব একটা খারাপ করেননি একেএম মারুফুল হক। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লীগে দলকে করিয়েছেন রানার্সআপ। বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে শুরু থেকে দারুণ লড়েছেন। এবারও নতুন মৌসুমে এএফসি প্রো লাইসেন্সধারী কোচের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপসহ ঘরোয়া ফুটবলে আকাশি-হলুদ জার্সিধারিদের ডাগ আউটে দেখা যাবে দেশের অন্যতম সেরা কোচকে। আবাহনী লিমিটেড এএফসি কাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। আগামী ১২ আগস্ট এই প্লে-অফ ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কয়েক দিনের মধ্যে দলের অনুশীলনও শুরু হওয়ার কথা রয়েছে। টানা দ্বিতীয় মৌসুমে আবাহনীর দায়িত্ব পেয়ে খুশি মারুফুল। তার কথা, ‘আমাকে নতুন মৌসুমেও কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আমিও সম্মতি দিয়েছি। কয়েকদিনের মধ্যে দলের প্রস্তুতিও শুরু হয়ে যাবে।
তবে শুরুতে এএফসি কাপের পরীক্ষা। কিরগিজস্তানের দলটি ভালো। তাদের দলে ইউক্রেনের ৯ জন রয়েছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করছি নিজেদের মাঠে ইতিবাচক কিছু হবে।’