সাঁতারে দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তে গুন অতীত। যদিও তার অধীনে থেকে বাংলাদেশের সাঁতারুরা সাফল্য পেয়েছিল। এরপর এসেছিল জাপানের তাকিও ইনোকি। এবার ফেডারেশনে অ্যাডহক কমিটি এসে নতুন করে বিদেশি কোচ নিয়ে এসেছে। মিশরের কোচ সাইদ ম্যাকডিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে কর্মকর্তারা। আপাতত ৭ মাসের জন্য ম্যাকডি এসেছেন। তার অধীনে এসএ গেমস ছাড়াও এশিয়ান ইয়ুথ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশের আগে সৌদি আরব, দুবাই ও কেনিয়া জাতীয় সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডি। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের কথা, ‘এই কোচের সঙ্গে আগামী বছর জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছি। ট্যালেন্ট হান্ট ছাড়াও এসএ গেমস এবং এ বছর আরও দুটি গেমসের জন্য সাঁতারুদের প্রস্তুতি করবেন তিনি। এর জন্য আমরা সবরকমের প্রস্তুতি নিয়েছি।’ জানা গেছে, মিশরীয় কোচ মাসিক বেতন পাবেন তিন হাজার ডলার করে। থাকবেন ক্রীড়া পল্লীতে। কোচের অর্থায়নে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও ক্রীড়া পরিষদের ওপর অনেকটাই নির্ভর করছে সাঁতার ফেডারেশন।
শনিবার, ১২ জুলাই ২০২৫
সাঁতারে দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তে গুন অতীত। যদিও তার অধীনে থেকে বাংলাদেশের সাঁতারুরা সাফল্য পেয়েছিল। এরপর এসেছিল জাপানের তাকিও ইনোকি। এবার ফেডারেশনে অ্যাডহক কমিটি এসে নতুন করে বিদেশি কোচ নিয়ে এসেছে। মিশরের কোচ সাইদ ম্যাকডিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে কর্মকর্তারা। আপাতত ৭ মাসের জন্য ম্যাকডি এসেছেন। তার অধীনে এসএ গেমস ছাড়াও এশিয়ান ইয়ুথ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশের আগে সৌদি আরব, দুবাই ও কেনিয়া জাতীয় সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডি। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের কথা, ‘এই কোচের সঙ্গে আগামী বছর জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছি। ট্যালেন্ট হান্ট ছাড়াও এসএ গেমস এবং এ বছর আরও দুটি গেমসের জন্য সাঁতারুদের প্রস্তুতি করবেন তিনি। এর জন্য আমরা সবরকমের প্রস্তুতি নিয়েছি।’ জানা গেছে, মিশরীয় কোচ মাসিক বেতন পাবেন তিন হাজার ডলার করে। থাকবেন ক্রীড়া পল্লীতে। কোচের অর্থায়নে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও ক্রীড়া পরিষদের ওপর অনেকটাই নির্ভর করছে সাঁতার ফেডারেশন।