পিএসজি যে ছন্দে আছে, নিঃসন্দেহে তাদেরকে বর্তমান সময়ের বিশ্বসেরা ক্লাব বলা যায়। চেলসি কোচ এনজো মারেসকা তা স্বীকারও করেছেন। তবে তিনি আশাবাদী, তার দল বড় পরিসরের প্রথম ক্লাব বিশ্বকাপ জিতে সফল মৌসুমকে আরও রাঙাতে পারবে।
ফাইনালে পিএসজির মুখোমুখি হওযার আগে মারেসকা বলেন, ‘নিঃসন্দেহে তারা ইউরোপের শীর্ষ দল এবং সম্ভবত এই মুহূর্তের বিশ্বের সেরা দল। কিন্তু আমি মনে করি প্রত্যেক খেলা ভিন্ন হতে পারে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা। কিন্তু একই সঙ্গে আমরা এখানে আমাদের সেরাটা দিয়ে ফাইনাল জয়ের চেষ্টা করবো।’ফাইনালে ওঠার পথে চেলসি বেনফিকাকে বিদায় করেছে। নকআউটে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্সকেও হারিয়েছে ব্লুরা। তাদেরকে আরও অনুপ্রাণিত করছে উয়েফা কনফারেন্স লীগ জয়। আরেকটি শিরোপার খোঁজে তারা।
তবে ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসি ফেবারিট নয়। গত বছর দলে যোগ দেয়া মারেসকা বলেন, ‘এটা দারুণ মৌসুম। আমার জন্য এই মৌসুমের সবচেয়ে বড় অর্জন হলো এক বছর আগেও চেলসি ফুটবলের কারণে নয়, বড় স্কোয়াড ও অর্থের কারণে আলোচিত ছিল। এখন কেউই এসব নিয়ে নয়, তারা চেলসির খেলার ধরন নিয়ে কথা বলছে, কীভাবে জিতছি সেটা নিয়ে আলাপ করছে। ব্যক্তিগতভাবে আমার জন্য বড় অর্জন।’
শনিবার, ১২ জুলাই ২০২৫
পিএসজি যে ছন্দে আছে, নিঃসন্দেহে তাদেরকে বর্তমান সময়ের বিশ্বসেরা ক্লাব বলা যায়। চেলসি কোচ এনজো মারেসকা তা স্বীকারও করেছেন। তবে তিনি আশাবাদী, তার দল বড় পরিসরের প্রথম ক্লাব বিশ্বকাপ জিতে সফল মৌসুমকে আরও রাঙাতে পারবে।
ফাইনালে পিএসজির মুখোমুখি হওযার আগে মারেসকা বলেন, ‘নিঃসন্দেহে তারা ইউরোপের শীর্ষ দল এবং সম্ভবত এই মুহূর্তের বিশ্বের সেরা দল। কিন্তু আমি মনে করি প্রত্যেক খেলা ভিন্ন হতে পারে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা। কিন্তু একই সঙ্গে আমরা এখানে আমাদের সেরাটা দিয়ে ফাইনাল জয়ের চেষ্টা করবো।’ফাইনালে ওঠার পথে চেলসি বেনফিকাকে বিদায় করেছে। নকআউটে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্সকেও হারিয়েছে ব্লুরা। তাদেরকে আরও অনুপ্রাণিত করছে উয়েফা কনফারেন্স লীগ জয়। আরেকটি শিরোপার খোঁজে তারা।
তবে ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসি ফেবারিট নয়। গত বছর দলে যোগ দেয়া মারেসকা বলেন, ‘এটা দারুণ মৌসুম। আমার জন্য এই মৌসুমের সবচেয়ে বড় অর্জন হলো এক বছর আগেও চেলসি ফুটবলের কারণে নয়, বড় স্কোয়াড ও অর্থের কারণে আলোচিত ছিল। এখন কেউই এসব নিয়ে নয়, তারা চেলসির খেলার ধরন নিয়ে কথা বলছে, কীভাবে জিতছি সেটা নিয়ে আলাপ করছে। ব্যক্তিগতভাবে আমার জন্য বড় অর্জন।’