ট্রেবল জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপ ঘরে তোলার হাতছানিতে পিএসজি। ফরাসি ক্লাবটির সফল এই পথচলায় পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন কোচ লুইস এনরিকে। বলেছেন, কোনো একজন তারকার ওপর নির্ভর করে নয়, দল হিসেবে সাফল্যের পথে ছুটছেন তারা। ২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ, ফরাসি কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী পিএসজি প্রথমবার ক্লাব বিশ্বকাপের ট্রফিতে চুমু আঁকা থেকে এক ধাপ দূরে। ৩২ দলের টুর্নামেন্টের ফাইনালে আজ চেলসির মুখোমুখি হবে তারা। পিএসজির গুরুত্বপূর্ণ পালাবদলে অনেক বড় অবদান এনরিকের, অনেকের মতো তিনিই মূল কারিগর। ফুটবল বিশ্বের তিন তারকা লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ক্লাবটি ছাড়ার পর তরুণের নিয়ে নতুন করে শুরু করেছেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়ে একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছে ক্লাবটি।নিজেকে যদিও পিএসজির এই পুনরুত্থানের মূল কারিগর মনে করেন না এনরিকে। ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সাফল্যের মূল নায়ক খেলোয়াড়রা। ‘আমি কোনো তারকা নই, যে কাজ করি সেটাকে ভালোবাসি। নিজের ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়ে। যখন কিছু ভালো হয় না, তখন আমি তুলনামূলক ভালো অনুভব করি। আবার সবকিছু যখন ঠিকঠাক হয় তখনও ভালো লাগে, কারণ জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের অনুসারীদের খুশি করতে পারা।
শনিবার, ১২ জুলাই ২০২৫
ট্রেবল জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপ ঘরে তোলার হাতছানিতে পিএসজি। ফরাসি ক্লাবটির সফল এই পথচলায় পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন কোচ লুইস এনরিকে। বলেছেন, কোনো একজন তারকার ওপর নির্ভর করে নয়, দল হিসেবে সাফল্যের পথে ছুটছেন তারা। ২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ, ফরাসি কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী পিএসজি প্রথমবার ক্লাব বিশ্বকাপের ট্রফিতে চুমু আঁকা থেকে এক ধাপ দূরে। ৩২ দলের টুর্নামেন্টের ফাইনালে আজ চেলসির মুখোমুখি হবে তারা। পিএসজির গুরুত্বপূর্ণ পালাবদলে অনেক বড় অবদান এনরিকের, অনেকের মতো তিনিই মূল কারিগর। ফুটবল বিশ্বের তিন তারকা লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ক্লাবটি ছাড়ার পর তরুণের নিয়ে নতুন করে শুরু করেছেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়ে একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছে ক্লাবটি।নিজেকে যদিও পিএসজির এই পুনরুত্থানের মূল কারিগর মনে করেন না এনরিকে। ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সাফল্যের মূল নায়ক খেলোয়াড়রা। ‘আমি কোনো তারকা নই, যে কাজ করি সেটাকে ভালোবাসি। নিজের ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়ে। যখন কিছু ভালো হয় না, তখন আমি তুলনামূলক ভালো অনুভব করি। আবার সবকিছু যখন ঠিকঠাক হয় তখনও ভালো লাগে, কারণ জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের অনুসারীদের খুশি করতে পারা।