মেজর লিগ সকার (এমএলএস) মাতিয়ে চলেছেন লিওনেল মেসি। গোলের নেশায় আর্জেন্টাইন মহাতারকার পা যেন থামছেই না। বাংলাদেশ সময় শনিবার ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দেন একাই দুটি গোল করে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
এমএলএস ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড ছিল না আর কারও। সেই জায়গায় দাঁড়িয়ে মেসি লিখলেন নতুন ইতিহাস।
মেসির গোলযাত্রার শুরু গত মে মাসে। তখন মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। এরপর কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন, আবার মন্ট্রিয়ল—প্রতিটি ম্যাচেই করেছিলেন দুটি করে গোল। এবার সেই ধারায় ন্যাশভিলকেও জোড়া গোলের শিকার করলেন।
শনিবার ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত নিচু শটে গোল করে মেসি এগিয়ে দেন দলকে। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। ৪৯তম মিনিটে ন্যাশভিলের হ্যারি মুখটার হেডে ম্যাচে সমতা ফেরে। ৬২তম মিনিটে ন্যাশভিল গোলরক্ষকের ভুলে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন মেসি।
এই ম্যাচে জোড়া গোল করে লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। তার অ্যাসিস্ট এখন ৭টি।
শুরু থেকেই ইন্টার মায়ামি ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল। তাদের ৯টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ন্যাশভিল শট নেয় ৮টি, যার মধ্যে মাত্র দুটি ছিল টার্গেটে।
এই জয়ে মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্টে পিছিয়ে থাকলেও, এখনো তিনটি ম্যাচ কম খেলেছে ক্লাব বিশ্বকাপ ব্যস্ততার কারণে।
রোববার, ১৩ জুলাই ২০২৫
মেজর লিগ সকার (এমএলএস) মাতিয়ে চলেছেন লিওনেল মেসি। গোলের নেশায় আর্জেন্টাইন মহাতারকার পা যেন থামছেই না। বাংলাদেশ সময় শনিবার ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দেন একাই দুটি গোল করে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
এমএলএস ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড ছিল না আর কারও। সেই জায়গায় দাঁড়িয়ে মেসি লিখলেন নতুন ইতিহাস।
মেসির গোলযাত্রার শুরু গত মে মাসে। তখন মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। এরপর কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন, আবার মন্ট্রিয়ল—প্রতিটি ম্যাচেই করেছিলেন দুটি করে গোল। এবার সেই ধারায় ন্যাশভিলকেও জোড়া গোলের শিকার করলেন।
শনিবার ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত নিচু শটে গোল করে মেসি এগিয়ে দেন দলকে। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। ৪৯তম মিনিটে ন্যাশভিলের হ্যারি মুখটার হেডে ম্যাচে সমতা ফেরে। ৬২তম মিনিটে ন্যাশভিল গোলরক্ষকের ভুলে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন মেসি।
এই ম্যাচে জোড়া গোল করে লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। তার অ্যাসিস্ট এখন ৭টি।
শুরু থেকেই ইন্টার মায়ামি ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল। তাদের ৯টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ন্যাশভিল শট নেয় ৮টি, যার মধ্যে মাত্র দুটি ছিল টার্গেটে।
এই জয়ে মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্টে পিছিয়ে থাকলেও, এখনো তিনটি ম্যাচ কম খেলেছে ক্লাব বিশ্বকাপ ব্যস্ততার কারণে।