অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বালক-বালিকা দুই দল খেলছে। বালিকা দল প্রথমবারের মতো অ-১৮ আন্তর্জাতিক পর্যায়ে খেলেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে অর্জন করেছে তৃতীয় স্থান। চীনের দাজহুতে রোববার,(১৩ জুলাই ২০২৫) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইরিন রিয়া হ্যাটট্রিক করেন।
একবার করে জালের দেখা পেয়েছেন শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।
যদিও ম্যাচে প্রথম গোল করে লিড নেয় কাজাখস্তান। এরপর আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচে ফেরে। যার সুবাদে ৩-১ গোলের লিড নিয়ে ড্রেসিংররুমে ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোল করেন বাংলাদেশের অধিনায়ক রিমন সারিকা। শেষ কোয়ার্টারে কনা ও নিনিসেন রাখাইন গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। কাজাখস্তান ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান ৬-২ এ নামিয়ে আনে।
শক্তিশালী জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে পুল পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চারের মঞ্চে ওঠার কীর্তি গড়ে মেয়েরা। টপ-ফোর পুলে অবশ্য বাংলাদেশ দেখাতে পারেনি কোনো চমক। চীনের বিপক্ষে ৯-০ গোলে হারের পর কাজাখস্তানের বিপক্ষে ওই ড্র।
নারী দলের তুলনায় এই টুর্নামেন্টে প্রত্যাশা একটু বেশি ছিল বালক দল নিয়ে। তবে বালক দল ফলাফলে নারীদের চেয়ে পেছনে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক দল ২-৫ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। যদিও খেলায় ২-২ গোলে সমতা ছিল তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। দুই দফা বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা আনে। শেষ কোয়ার্টারে তিন গোল করে তৃতীয় স্থান অর্জন করে মালয়েশিয়া। সেমিফাইনালেও বাংলাদেশ বালক দল জাপানের বিপক্ষে এগিয়ে থেকে শেষ কোয়ার্টারে গোল হজম করে হেরেছিল।
নারী দলে বাংলাদেশের খেলোয়াড় আইরিন আক্তার রিয়া বেস্ট রাইজিং খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। আজ শেষ ম্যাচেও কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি।
অন্যদিকে ছেলেদের বিভাগে বাংলাদেশের মেহেদী হাসান জিন্নাত টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন। দুই দলের সব খেলোয়াড়ই বলতে গেলে বিকেএসপির হাতে গড়া। দুই দলের কোচও বিকেএসপির।
রোববার, ১৩ জুলাই ২০২৫
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বালক-বালিকা দুই দল খেলছে। বালিকা দল প্রথমবারের মতো অ-১৮ আন্তর্জাতিক পর্যায়ে খেলেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে অর্জন করেছে তৃতীয় স্থান। চীনের দাজহুতে রোববার,(১৩ জুলাই ২০২৫) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আইরিন রিয়া হ্যাটট্রিক করেন।
একবার করে জালের দেখা পেয়েছেন শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।
যদিও ম্যাচে প্রথম গোল করে লিড নেয় কাজাখস্তান। এরপর আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচে ফেরে। যার সুবাদে ৩-১ গোলের লিড নিয়ে ড্রেসিংররুমে ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোল করেন বাংলাদেশের অধিনায়ক রিমন সারিকা। শেষ কোয়ার্টারে কনা ও নিনিসেন রাখাইন গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। কাজাখস্তান ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান ৬-২ এ নামিয়ে আনে।
শক্তিশালী জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে পুল পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চারের মঞ্চে ওঠার কীর্তি গড়ে মেয়েরা। টপ-ফোর পুলে অবশ্য বাংলাদেশ দেখাতে পারেনি কোনো চমক। চীনের বিপক্ষে ৯-০ গোলে হারের পর কাজাখস্তানের বিপক্ষে ওই ড্র।
নারী দলের তুলনায় এই টুর্নামেন্টে প্রত্যাশা একটু বেশি ছিল বালক দল নিয়ে। তবে বালক দল ফলাফলে নারীদের চেয়ে পেছনে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক দল ২-৫ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। যদিও খেলায় ২-২ গোলে সমতা ছিল তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। দুই দফা বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা আনে। শেষ কোয়ার্টারে তিন গোল করে তৃতীয় স্থান অর্জন করে মালয়েশিয়া। সেমিফাইনালেও বাংলাদেশ বালক দল জাপানের বিপক্ষে এগিয়ে থেকে শেষ কোয়ার্টারে গোল হজম করে হেরেছিল।
নারী দলে বাংলাদেশের খেলোয়াড় আইরিন আক্তার রিয়া বেস্ট রাইজিং খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। আজ শেষ ম্যাচেও কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি।
অন্যদিকে ছেলেদের বিভাগে বাংলাদেশের মেহেদী হাসান জিন্নাত টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন। দুই দলের সব খেলোয়াড়ই বলতে গেলে বিকেএসপির হাতে গড়া। দুই দলের কোচও বিকেএসপির।