আউট হয়ে হতাশ ভারতের ওয়াশিংটন সুন্দর
ওভাল টেস্টের প্রথম দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন খেলা শুক্রবার করে ভারত। শুক্রবার আর ২০ রান যোগ করতে বাকি ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অল আউট হয় ২২৪ রানে। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। শুক্রবার আর মাত্র ৩৪ বল খেলতে পেরেছে সফরকারীরা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।
দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার কাল ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন সুবিধা করতে পারেননি।
আগের দিনের ৫২ রানের সঙ্গে আর ৫ রান যোগ করে সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি। সুন্দর আর ৭ যোগ করে ফিরেন ২৬ রানে।
এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতা খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত। ইংল্যান্ডের হয়ে আটকিনসন ২১.৪ ওভার বোলিংয়ে ৫ উইকেট নেন ৩৩ রানে। এর মধ্যে ৮টি ছিল মেডেন। জশ টঙ্গে ৩ উইকেট নেন ৫৭ রানে। এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪২।
চোটে ওভাল টেস্টের বাকি অংশে খেলা অনিশ্চিত ওকসের
ওভাল টেস্টের প্রথম দিন একেবারে শেষ দিকে পাওয়া কাধের চোটে টেস্টের বাকি অংশে ক্রিস ওকসের খেলা অনিশ্চয়তায় পড়েছে দলটি।
গত বৃহস্পতিবার দিনের শেষদিকে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান ওকস এবং বাঁ কাধে আঘাত পান। ব্যথায় কাতর ওকসকে মাঠ ছাড়তে হয়, তখন তার বাঁ হাতটি অস্থায়ী স্লিংয়ে ঝুলানো অবস্থায় দেখা যায়।
ওকসের অবস্থা নিয়ে সতীর্থ পেসার গাস অ্যাটকিনসন বলেন, ‘দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে আমি অবাক হব, যদি ও আবার মাঠে নামতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা সিরিজের শেষ ম্যাচ, আর এমন সময়ে কেউ চোট পেলে সেটা সত্যিই হতাশার। আমরা আশাবাদী, চোটটা খুব গুরুতর কিছু নয়। যাই হোক না কেন, ওকে আমরা সবাই পূর্ণ সমর্থন দেব।’
ওকসকে হারানো হবে ইংলিশদের জন্য বড় ধাক্কা। দীর্ঘ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনিই একমাত্র ইংলিশ পেসার, যিনি প্রতিটি ম্যাচে খেলেছেন।
আগের চার টেস্টে তেমন প্রভাব ফেলতে না পারলেও ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ওভালে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই ওপেনার রাহুলকে বোল্ড করে ম্যাচে দারুণ শুরু করেছিলেন ওকস।
ওকসের ছিটকে যাওয়া এমন এক সময়ে ঘটল, যখন ইংল্যান্ডের পেস আক্রমণ ইতোমধ্যেই চোট ও ক্লান্তিতে ভুগছে। অধিনায়ক বেন স্টোকস, যিনি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনিও কাধের চোটে শেষ টেস্টে খেলছেন না। মার্ক উড অনেক আগেই চোটের কারণে ছিটকে গেছেন। অলিভার স্টোন হাঁটুর চোট কাটিয়ে সদ্য দলে ফিরেছেন।
এছাড়া ব্রাইডন কার্স ও জোফরা আর্চারকেও ওভাল টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে, কারণ আগের ম্যাচগুলোতে তাঁদের উপর প্রচুর চাপ পড়েছিল। সব মিলিয়ে, ইংল্যান্ডের জন্য এটা বড় ধাক্কা, বিশেষ করে সিরিজ নির্ধারণী এই ম্যাচে।
ওভালে দ্বিতীয় দিন সাদা হেডব্যান্ড পরে ইংলিশ ক্রিকেটারেরা
শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিন সাদা হেডব্যান্ড পরে নামতে দেখা গেল ইংল্যান্ডের ক্রিকেটারদের। সে দেশের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দর্শকদেরও সাদা রংয়ের হেডব্যান্ড পরতে দেখা গিয়েছে।
গত বছরের ৪ আগস্ট মারা যান থর্প। তাই গত শুক্রবার দিনটি তাকে উৎসর্গ করা হয়েছে। ১ আগস্ট ছিল থর্পের জন্মদিন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটি দিন বেছে নেয়া হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প। মিডল অর্ডারে জেদি এবং শান্ত ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। ৬৭৪৪ রান করেছেন।
ইংল্যান্ডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ক্রিকেটার বলে পরিচিত ছিলেন থর্প। দীর্ঘ দিন ধরে হতাশার সঙ্গে যুদ্ধ করার পর গত বছর আত্মহত্যা করেন তিনি।
থর্পের খবরে গোটা ইংল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। স্কুলে পড়ার সময় থর্প ফুটবল খেলেছেন। কাউন্টি পর্যায়ে লং জাম্পে অংশ নিয়েছেন।
আউট হয়ে হতাশ ভারতের ওয়াশিংটন সুন্দর
শনিবার, ০২ আগস্ট ২০২৫
ওভাল টেস্টের প্রথম দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন খেলা শুক্রবার করে ভারত। শুক্রবার আর ২০ রান যোগ করতে বাকি ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অল আউট হয় ২২৪ রানে। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। শুক্রবার আর মাত্র ৩৪ বল খেলতে পেরেছে সফরকারীরা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।
দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার কাল ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন সুবিধা করতে পারেননি।
আগের দিনের ৫২ রানের সঙ্গে আর ৫ রান যোগ করে সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি। সুন্দর আর ৭ যোগ করে ফিরেন ২৬ রানে।
এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতা খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত। ইংল্যান্ডের হয়ে আটকিনসন ২১.৪ ওভার বোলিংয়ে ৫ উইকেট নেন ৩৩ রানে। এর মধ্যে ৮টি ছিল মেডেন। জশ টঙ্গে ৩ উইকেট নেন ৫৭ রানে। এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪২।
চোটে ওভাল টেস্টের বাকি অংশে খেলা অনিশ্চিত ওকসের
ওভাল টেস্টের প্রথম দিন একেবারে শেষ দিকে পাওয়া কাধের চোটে টেস্টের বাকি অংশে ক্রিস ওকসের খেলা অনিশ্চয়তায় পড়েছে দলটি।
গত বৃহস্পতিবার দিনের শেষদিকে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান ওকস এবং বাঁ কাধে আঘাত পান। ব্যথায় কাতর ওকসকে মাঠ ছাড়তে হয়, তখন তার বাঁ হাতটি অস্থায়ী স্লিংয়ে ঝুলানো অবস্থায় দেখা যায়।
ওকসের অবস্থা নিয়ে সতীর্থ পেসার গাস অ্যাটকিনসন বলেন, ‘দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে আমি অবাক হব, যদি ও আবার মাঠে নামতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা সিরিজের শেষ ম্যাচ, আর এমন সময়ে কেউ চোট পেলে সেটা সত্যিই হতাশার। আমরা আশাবাদী, চোটটা খুব গুরুতর কিছু নয়। যাই হোক না কেন, ওকে আমরা সবাই পূর্ণ সমর্থন দেব।’
ওকসকে হারানো হবে ইংলিশদের জন্য বড় ধাক্কা। দীর্ঘ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনিই একমাত্র ইংলিশ পেসার, যিনি প্রতিটি ম্যাচে খেলেছেন।
আগের চার টেস্টে তেমন প্রভাব ফেলতে না পারলেও ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ওভালে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই ওপেনার রাহুলকে বোল্ড করে ম্যাচে দারুণ শুরু করেছিলেন ওকস।
ওকসের ছিটকে যাওয়া এমন এক সময়ে ঘটল, যখন ইংল্যান্ডের পেস আক্রমণ ইতোমধ্যেই চোট ও ক্লান্তিতে ভুগছে। অধিনায়ক বেন স্টোকস, যিনি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনিও কাধের চোটে শেষ টেস্টে খেলছেন না। মার্ক উড অনেক আগেই চোটের কারণে ছিটকে গেছেন। অলিভার স্টোন হাঁটুর চোট কাটিয়ে সদ্য দলে ফিরেছেন।
এছাড়া ব্রাইডন কার্স ও জোফরা আর্চারকেও ওভাল টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে, কারণ আগের ম্যাচগুলোতে তাঁদের উপর প্রচুর চাপ পড়েছিল। সব মিলিয়ে, ইংল্যান্ডের জন্য এটা বড় ধাক্কা, বিশেষ করে সিরিজ নির্ধারণী এই ম্যাচে।
ওভালে দ্বিতীয় দিন সাদা হেডব্যান্ড পরে ইংলিশ ক্রিকেটারেরা
শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিন সাদা হেডব্যান্ড পরে নামতে দেখা গেল ইংল্যান্ডের ক্রিকেটারদের। সে দেশের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দর্শকদেরও সাদা রংয়ের হেডব্যান্ড পরতে দেখা গিয়েছে।
গত বছরের ৪ আগস্ট মারা যান থর্প। তাই গত শুক্রবার দিনটি তাকে উৎসর্গ করা হয়েছে। ১ আগস্ট ছিল থর্পের জন্মদিন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটি দিন বেছে নেয়া হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প। মিডল অর্ডারে জেদি এবং শান্ত ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। ৬৭৪৪ রান করেছেন।
ইংল্যান্ডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ক্রিকেটার বলে পরিচিত ছিলেন থর্প। দীর্ঘ দিন ধরে হতাশার সঙ্গে যুদ্ধ করার পর গত বছর আত্মহত্যা করেন তিনি।
থর্পের খবরে গোটা ইংল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। স্কুলে পড়ার সময় থর্প ফুটবল খেলেছেন। কাউন্টি পর্যায়ে লং জাম্পে অংশ নিয়েছেন।