যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ আরও কয়েকজন। ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিমালিকানাধীন লিগে পাকিস্তানের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি ডব্লুসিএলে ‘ভারত চ্যাম্পিয়নস’ দলের সঙ্গে দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড। পিসিবির এক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেই বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ভারত দলের পাকিস্তানের বিপক্ষে দুইবার না খেলায় অসন্তোষ প্রকাশ করেন।
প্রথম রাউন্ড ও সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। সেমিফাইনালে ভারত খেলা বর্জন করলে ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেমিফাইনালের পর ফাইনালে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তবে এই ম্যাচে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ভবিষ্যতে বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো দল বা লিগ ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।
টুর্নামেন্টটিতে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরের লিগে পিসিবির অনুমতি ছাড়াই ‘পাকিস্তান’ নাম ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তান সরকার ও ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা পিসিবিকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
আইপিসি মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন বা অননুমোদিত টুর্নামেন্টে দেশের ভাবমূর্তি রক্ষা করা জরুরি। ডব্লুসিএল কোনো আইসিসি বা পিসিবি অনুমোদিত প্রতিযোগিতা নয়।
তবে টুর্নামেন্টটির ওয়েবসাইট অনুযায়ী, এটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদনপ্রাপ্ত একমাত্র লিজেন্ডস ক্রিকেট লিগ, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর স্বীকৃতি পাওয়ায় এর মান ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ আরও কয়েকজন। ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিমালিকানাধীন লিগে পাকিস্তানের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি ডব্লুসিএলে ‘ভারত চ্যাম্পিয়নস’ দলের সঙ্গে দুই দফায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড। পিসিবির এক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেই বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তারা ভারত দলের পাকিস্তানের বিপক্ষে দুইবার না খেলায় অসন্তোষ প্রকাশ করেন।
প্রথম রাউন্ড ও সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। সেমিফাইনালে ভারত খেলা বর্জন করলে ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেমিফাইনালের পর ফাইনালে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তবে এই ম্যাচে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ভবিষ্যতে বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো দল বা লিগ ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।
টুর্নামেন্টটিতে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছোট পরিসরের লিগে পিসিবির অনুমতি ছাড়াই ‘পাকিস্তান’ নাম ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব টুর্নামেন্টের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তান সরকার ও ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা পিসিবিকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
আইপিসি মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন বা অননুমোদিত টুর্নামেন্টে দেশের ভাবমূর্তি রক্ষা করা জরুরি। ডব্লুসিএল কোনো আইসিসি বা পিসিবি অনুমোদিত প্রতিযোগিতা নয়।
তবে টুর্নামেন্টটির ওয়েবসাইট অনুযায়ী, এটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদনপ্রাপ্ত একমাত্র লিজেন্ডস ক্রিকেট লিগ, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর স্বীকৃতি পাওয়ায় এর মান ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে।