ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে ২০১০ সালে উশুতে স্বর্ণপদক জিতেছিলেন মেজবাহ উদ্দিন। প্রায় ১৫ বছর পর কোচ হলেন সোনাজয়ী সেই উশুকা। আগামী নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে উশুর ক্যাম্প।
মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে তাউলু ইভেন্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী উশুকা মেজবাহ উদ্দিন। মেজবাহ বলেন, ‘আমি এর আগে ২০১০ সালে উশুতে সোনা জিতেছিলাম। আমার সেই অভিজ্ঞতা খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করতে চাই। দীর্ঘমেয়াদী এই অনুশীলনে আমি আশা করি এবার বাংলাদেশ উশু থেকে এসএ গেমসে সোনার পদক আনতে সক্ষম হবে।’ ফেডারেশনে সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, ‘দুই গেমসকে সামনে রেখে দুই ইভেন্টে দু’জন কোচ নিয়োগ দিয়েছি আমরা। এর মধ্যে মেজবাহ একজন।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে ২০১০ সালে উশুতে স্বর্ণপদক জিতেছিলেন মেজবাহ উদ্দিন। প্রায় ১৫ বছর পর কোচ হলেন সোনাজয়ী সেই উশুকা। আগামী নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে উশুর ক্যাম্প।
মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে তাউলু ইভেন্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী উশুকা মেজবাহ উদ্দিন। মেজবাহ বলেন, ‘আমি এর আগে ২০১০ সালে উশুতে সোনা জিতেছিলাম। আমার সেই অভিজ্ঞতা খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করতে চাই। দীর্ঘমেয়াদী এই অনুশীলনে আমি আশা করি এবার বাংলাদেশ উশু থেকে এসএ গেমসে সোনার পদক আনতে সক্ষম হবে।’ ফেডারেশনে সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, ‘দুই গেমসকে সামনে রেখে দুই ইভেন্টে দু’জন কোচ নিয়োগ দিয়েছি আমরা। এর মধ্যে মেজবাহ একজন।