পেস বোলারের স্বর্গরাজ্য বলা হয় পাকিস্তানকে। যদিও সাম্প্রতিক সময়ে সেভাবে তাদের কোনো বড় তারকা বোলারকে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে দেখা যায় না। কিংবা ইমরান খান, ওয়াসিম আকরাম, কিংবা ওয়াকার ইউনিসদের লিগ্যাসিও কেউ অনুসরণ করছে কিনা সেই প্রশ্ন রয়েছে। সবকিছু বিবেচনায় জাতীয় দলের পেসারদের বারবার চোটে পড়া ঠেকাতে একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে পিসিবি। যেখানে তারা বোলারদের ফিটনেস, খাদ্যাভ্যাস ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে।
পাক সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এই প্রকল্পের মূলকেন্দ্র হিসেবে কাজ করবে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। এখানে কোচ ও বিশেষজ্ঞরা ফাস্ট বোলারদের বল করার ভঙ্গি ও স্কিল ডেভেলপমেন্টের ওপর কাজ করবেন।
পুরো প্রকল্পের লক্ষ্য হলো বোলারদের চোটের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদে উন্নত পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখা। পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক আকিব জাভেদ এই প্রকল্পের নেতৃত্ব দেবেন। এতে পেসারদের জন্য আলাদা ফিটনেস রুটিন, খাদ্য পরিকল্পনা ও লক্ষ্যভিত্তিক অনুশীলন (ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং) অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
পেস বোলারের স্বর্গরাজ্য বলা হয় পাকিস্তানকে। যদিও সাম্প্রতিক সময়ে সেভাবে তাদের কোনো বড় তারকা বোলারকে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে দেখা যায় না। কিংবা ইমরান খান, ওয়াসিম আকরাম, কিংবা ওয়াকার ইউনিসদের লিগ্যাসিও কেউ অনুসরণ করছে কিনা সেই প্রশ্ন রয়েছে। সবকিছু বিবেচনায় জাতীয় দলের পেসারদের বারবার চোটে পড়া ঠেকাতে একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে পিসিবি। যেখানে তারা বোলারদের ফিটনেস, খাদ্যাভ্যাস ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে।
পাক সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এই প্রকল্পের মূলকেন্দ্র হিসেবে কাজ করবে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। এখানে কোচ ও বিশেষজ্ঞরা ফাস্ট বোলারদের বল করার ভঙ্গি ও স্কিল ডেভেলপমেন্টের ওপর কাজ করবেন।
পুরো প্রকল্পের লক্ষ্য হলো বোলারদের চোটের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদে উন্নত পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখা। পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক আকিব জাভেদ এই প্রকল্পের নেতৃত্ব দেবেন। এতে পেসারদের জন্য আলাদা ফিটনেস রুটিন, খাদ্য পরিকল্পনা ও লক্ষ্যভিত্তিক অনুশীলন (ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং) অন্তর্ভুক্ত রয়েছে।