সিঙ্গাপুরে চলমান বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাঁতারু সামিউল ইসলাম রাফি ও অ্যানি আক্তার। তারা দুটি করে ইভেন্টে অংশ নিয়েছেন।
শনিবার,(২ আগস্ট ২০২৫) ৫০ মিটারে নিজ নিজ ইভেন্টে অবশ্য হতাশ করেছেন দুজন। কেউই ব্যক্তিগত সেরা টাইমিং ছুঁতে পারেননি। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অ্যানি সময় নেন ৩১.৩৯ সেকেন্ড। এই ইভেন্টে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৩১.০৫ সেকেন্ড। ১০৪ জন প্রতিযোগীর মধ্যে তিনি সাঁতার শেষ করেন ৯২তম স্থানে। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফির সময় লাগে ২৭.২১ সেকেন্ড। তার ব্যক্তিগত সেরা টাইমিং ২৬.৯০ সেকেন্ড। ৬৩ জন প্রতিযোগীর মধ্যে এই সাঁতারু পান ৫৫তম স্থান।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
সিঙ্গাপুরে চলমান বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাঁতারু সামিউল ইসলাম রাফি ও অ্যানি আক্তার। তারা দুটি করে ইভেন্টে অংশ নিয়েছেন।
শনিবার,(২ আগস্ট ২০২৫) ৫০ মিটারে নিজ নিজ ইভেন্টে অবশ্য হতাশ করেছেন দুজন। কেউই ব্যক্তিগত সেরা টাইমিং ছুঁতে পারেননি। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অ্যানি সময় নেন ৩১.৩৯ সেকেন্ড। এই ইভেন্টে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৩১.০৫ সেকেন্ড। ১০৪ জন প্রতিযোগীর মধ্যে তিনি সাঁতার শেষ করেন ৯২তম স্থানে। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফির সময় লাগে ২৭.২১ সেকেন্ড। তার ব্যক্তিগত সেরা টাইমিং ২৬.৯০ সেকেন্ড। ৬৩ জন প্রতিযোগীর মধ্যে এই সাঁতারু পান ৫৫তম স্থান।