বিসিবি আয়োজিত প্রশিক্ষকদের কোচিং কোর্স
শেরেবাংলা স্টেডিয়ামে চলছে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কর্মশালা, যা পরিচালনা করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিট। কোর্সের দ্বিতীয় দিনে বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার জানান, দেশে এখন কোচিং পেশায় আগ্রহ বাড়ছে, এটা ক্রিকেটের বিকাশের জন্য ইতিবাচক সংকেত।
শনিবার,(২ আগস্ট ২০২৫)সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু ক্রিকেট খেললেই হবে না, ক্রিকেট শিক্ষিত হওয়া খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করবো।’
সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আগ্রহের বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বাশার, ‘কোয়ালিটি কোচিং খুব গুরুত্বপূর্ণ। এটারই একটা প্রয়াস আমাদের এবারের সেমিনার। আমাদের ক্রিকেটারদের আগে এতো কোচিংয়ে আসতে দেখিনি। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এতো কোচিংয়ে আসতে চাইতো না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’
কোচিং নিয়ে সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘লেভেল ওয়ান কোর্স করার জন্য অনেকের সিভি জমা পড়েছে। অনেকের সিভি জমা পড়েছে মানে যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা এখনও খেলছেন অথবা আর এক দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চাচ্ছেন। ভালো কোচ যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই বাইরের দেশে তারা ডাক পাবেন। কিন্তু আমার আসলে মূল চিন্তার বিষয় আমাদের যে ক্রিকেটটা, সেখানে কীভাবে আমরা আরও ভালো কোচ বানাতে পারি, সেখানে কীভাবে ভালো কোচিং করাতে পারি।’
বিসিবি আয়োজিত প্রশিক্ষকদের কোচিং কোর্স
শনিবার, ০২ আগস্ট ২০২৫
শেরেবাংলা স্টেডিয়ামে চলছে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কর্মশালা, যা পরিচালনা করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিট। কোর্সের দ্বিতীয় দিনে বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার জানান, দেশে এখন কোচিং পেশায় আগ্রহ বাড়ছে, এটা ক্রিকেটের বিকাশের জন্য ইতিবাচক সংকেত।
শনিবার,(২ আগস্ট ২০২৫)সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু ক্রিকেট খেললেই হবে না, ক্রিকেট শিক্ষিত হওয়া খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করবো।’
সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আগ্রহের বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বাশার, ‘কোয়ালিটি কোচিং খুব গুরুত্বপূর্ণ। এটারই একটা প্রয়াস আমাদের এবারের সেমিনার। আমাদের ক্রিকেটারদের আগে এতো কোচিংয়ে আসতে দেখিনি। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এতো কোচিংয়ে আসতে চাইতো না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’
কোচিং নিয়ে সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘লেভেল ওয়ান কোর্স করার জন্য অনেকের সিভি জমা পড়েছে। অনেকের সিভি জমা পড়েছে মানে যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা এখনও খেলছেন অথবা আর এক দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চাচ্ছেন। ভালো কোচ যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই বাইরের দেশে তারা ডাক পাবেন। কিন্তু আমার আসলে মূল চিন্তার বিষয় আমাদের যে ক্রিকেটটা, সেখানে কীভাবে আমরা আরও ভালো কোচ বানাতে পারি, সেখানে কীভাবে ভালো কোচিং করাতে পারি।’