প্রথমার্ধের একাদশ মিনিটে মেসি যখন মাঠ ছাড়েন, তখনো বুঝা যাচ্ছিল না—এই ম্যাচের গল্প আসলে কোন দিকে যাবে। পরে গোল, লাল কার্ড, টাইব্রেকার—সবকিছুর পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রইলেন তিনিই। হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়লেন লিওনেল মেসি, যার অজানা শঙ্কায় ব্যাকুল হয়ে আছে মায়ামি সমর্থকরা।
রোববার ভোরে লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। তবে শুরুটা রঙিন ছিল না তাদের জন্য। সপ্তদশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাক্সিমিলিয়ানো ফালকন, ১০ জনের দল নিয়েই পরে ঘুরে দাঁড়ায় মায়ামি।
মেসির চোটের পরেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। এরপর সমতায় ফেরে নেকাক্সা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় রিকার্দো মনরেয়াল গোল করে মায়ামিকে চাপে ফেলেন। তবে নির্ধারিত সময়ের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জর্দি আলবার হেডে সমতায় ফেরে মায়ামি।
টাইব্রেকারে রদ্রিগো দে পল, ক্রেমাস্কি, আলবা, রেদোন্দো ও সুয়ারেস পাঁচটি শটেই গোল করে মায়ামি। নেকাক্সার একটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন গোলকিপার রোকো রিওস নোভো।
তবে ম্যাচ শেষে মেসিকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি আছে, ব্যথা তেমন নেই। কোচ হাভিয়ের মাসচেরানোর কথায় ভর করেছে শঙ্কা ও আশার মিশেল—“চোট গুরুতর কি না, সেটা আগামীকাল পরীক্ষার পর জানা যাবে।”
এই মৌসুমে ইতিমধ্যে ৩০ ম্যাচ খেলেছেন মেসি, এর মধ্যে এমএলএসে করেছেন ১৮ গোল। ক্লান্তি ও চোট—দুটোই এখন তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মাঠের ফুটবল উপভোগের মাঝেও তাই অপেক্ষা, তার চোটের রিপোর্ট কেমন আসে!
রোববার, ০৩ আগস্ট ২০২৫
প্রথমার্ধের একাদশ মিনিটে মেসি যখন মাঠ ছাড়েন, তখনো বুঝা যাচ্ছিল না—এই ম্যাচের গল্প আসলে কোন দিকে যাবে। পরে গোল, লাল কার্ড, টাইব্রেকার—সবকিছুর পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রইলেন তিনিই। হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়লেন লিওনেল মেসি, যার অজানা শঙ্কায় ব্যাকুল হয়ে আছে মায়ামি সমর্থকরা।
রোববার ভোরে লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। তবে শুরুটা রঙিন ছিল না তাদের জন্য। সপ্তদশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাক্সিমিলিয়ানো ফালকন, ১০ জনের দল নিয়েই পরে ঘুরে দাঁড়ায় মায়ামি।
মেসির চোটের পরেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। এরপর সমতায় ফেরে নেকাক্সা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় রিকার্দো মনরেয়াল গোল করে মায়ামিকে চাপে ফেলেন। তবে নির্ধারিত সময়ের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জর্দি আলবার হেডে সমতায় ফেরে মায়ামি।
টাইব্রেকারে রদ্রিগো দে পল, ক্রেমাস্কি, আলবা, রেদোন্দো ও সুয়ারেস পাঁচটি শটেই গোল করে মায়ামি। নেকাক্সার একটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন গোলকিপার রোকো রিওস নোভো।
তবে ম্যাচ শেষে মেসিকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি আছে, ব্যথা তেমন নেই। কোচ হাভিয়ের মাসচেরানোর কথায় ভর করেছে শঙ্কা ও আশার মিশেল—“চোট গুরুতর কি না, সেটা আগামীকাল পরীক্ষার পর জানা যাবে।”
এই মৌসুমে ইতিমধ্যে ৩০ ম্যাচ খেলেছেন মেসি, এর মধ্যে এমএলএসে করেছেন ১৮ গোল। ক্লান্তি ও চোট—দুটোই এখন তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মাঠের ফুটবল উপভোগের মাঝেও তাই অপেক্ষা, তার চোটের রিপোর্ট কেমন আসে!