সংবাদ স্পোর্টস ডেস্ক

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

এশিয়া কাপে খেলা নিশ্চিত করলো বিসিসিআই

image

এশিয়া কাপে খেলা নিশ্চিত করলো বিসিসিআই

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, চলমান রাজনৈতিক চাপ এবং বিতর্ক স্বত্ত্বেও তারা আসন্ন এশিয়া কাপে অংশ নেবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোর্ড এই সিদ্ধান্ত থেকে একটুও সরছে না এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে আগেই নেয়া সিদ্ধান্ত অনুযায়ী।

রাজনৈতিক মহল থেকে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খেলাকে ঘিরে চাপ থাকলেও, বিসিসিআই রাজনৈতিক নেতাদের পরিষ্কারভাবে জানিয়েছে, এশিয়া কাপে অংশ নেয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়। বরং, দুই মাসব্যাপী আলোচনা ও পর্যালোচনার ফলেই এসেছে এই সিদ্ধান্ত।

বোর্ডের যুক্তি, এমন কোনো বহুজাতিক টুর্নামেন্ট থেকে সরে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়া নীতির লঙ্ঘন হবে এবং ভবিষ্যতে ভারতের ক্রীড়া আয়োজক হিসেবে সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অলিম্পিক ২০৩৬, কমনওয়েলথ গেমস ২০৩০ ও ইয়ুথ অলিম্পিক ২০৩২-এসব বৈশ্বিক ইভেন্টে আয়োজক হতে চাওয়া ভারতের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে।

বিসিসিআই বলেছে, দ্বিপক্ষীয় সিরিজের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে হলেও, বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ থেকে সরে আসা এত সহজ নয় এবং সেটি আন্তর্জাতিক ক্রীড়া মানদ-ের পরিপন্থী।

অন্যদিকে, ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা চলছে। শিবসেনা সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিসিআই ও সরকারের সমালোচনা করে লিখেছেন, ‘যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ, সেখানে ক্রিকেট কীভাবে চালু রাখা হচ্ছে?

তিনি আরও বলেন, যারা এই ম্যাচ থেকে অর্থ আয় করতে চায়- প্রতিটি স্পন্সর, সম্প্রচারকারী ও স্ট্রিমিং অ্যাপকে চিহ্নিত করুন এবং লজ্জা দিন। যেহেতু বিসিসিআই ও সরকার নির্লজ্জভাবে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, তাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের আওয়াজ তুলতে হবে।

২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক হতে যাচ্ছে সেই বিশ্বকাপের, যা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।

এবারের এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের