টানা ৯ ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলের নাটকীয়তায় রোমাঞ্চকর জয়ের পর আবার মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ম্যাচে ১৩ রানে পরাজিত হয়েছে তারা। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ক্যারিবীয়ান দল। অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়ানদের বিপক্ষে আট সিরিজের সবকটিতেই জয় পেলো পাকিস্তান।
এই হেরে যাওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার রোস্টন চেজ গড়েছেন ভিন্ন এক রেকর্ড। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হয়েছেন তিনি।
ফ্লোরিডায় আগের দুই ম্যাচের চেয়ে শেষ ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল একটু ভালো। সোমবার,(৪ আগস্ট ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৮৯ রান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ও সাইমের তোলা ১৩৮ রান দলের জয়ের ভিত গড়ে দেয়। ৫ ছক্কায় ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন সাহিবজাদা, সাইমের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৬ রান। জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিয়ান দলের আলিক আথানেজ ও শেরফেন রাদারফোর্ড হাফ সেঞ্চুরির দেখা পেলেও ১৭৬ রানে থেমে যায় তারা। ফলে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
টানা ৯ ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলের নাটকীয়তায় রোমাঞ্চকর জয়ের পর আবার মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ম্যাচে ১৩ রানে পরাজিত হয়েছে তারা। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ক্যারিবীয়ান দল। অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়ানদের বিপক্ষে আট সিরিজের সবকটিতেই জয় পেলো পাকিস্তান।
এই হেরে যাওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার রোস্টন চেজ গড়েছেন ভিন্ন এক রেকর্ড। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হয়েছেন তিনি।
ফ্লোরিডায় আগের দুই ম্যাচের চেয়ে শেষ ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল একটু ভালো। সোমবার,(৪ আগস্ট ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৮৯ রান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ও সাইমের তোলা ১৩৮ রান দলের জয়ের ভিত গড়ে দেয়। ৫ ছক্কায় ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন সাহিবজাদা, সাইমের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৬ রান। জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিয়ান দলের আলিক আথানেজ ও শেরফেন রাদারফোর্ড হাফ সেঞ্চুরির দেখা পেলেও ১৭৬ রানে থেমে যায় তারা। ফলে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।