ক্রীড়া বার্তা পরিবেশক

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-শান্ত-সোহান

image
সৌম্য ও শান্ত

এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য-শান্ত-সোহান

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আসন্ন এশিয়া কাপ ২০২৫ এবং ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে সোমবার,(৪ আগস্ট ২০২৫) ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া ফিরেছেন অনেক দিন জাতীয় দলের বাইলে থাকা নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।

আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের ৬ আগস্ট শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। আগামী ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং, এরপর ২০ আগস্ট থেকে ক্যাম্প হবে সিলেটে। কোচিং স্টাফরা ক্যাম্পে যোগ দেবেন ১১-১২ আগস্টের মধ্যে। প্রাথমিক স্কোয়াডে মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন এবং সাইফ হাসান অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলেও রয়েছেন। এই দলটি আগামী ৭ আগস্ট সন্ধ্যায় রওনা হবে।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এদিকে, বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস দল। ১৪ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে তাদের। যদিও তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।

বাংলাদেশ ‘এ’ দল

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের