নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল গতকাল শুক্রবার ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসানরা। তাদের অন্তর্ভুক্তি নিয়ে শনিবার,(২৩ আগস্ট ২০২৫) মিরপুর স্টেডিয়ামে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দলে ফেরা সোহান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিন বছর আগে। তাকে ফেরানোর ব্যাখ্যায় লিপু বলেন, ‘প্রত্যেকটা নির্বাচনের পেছনে একটা প্রক্রিয়া থাকে। কিছু ক্ষেত্রে আমাদের পক্ষ থেকেও ডিপ ডাইভ থিংকিং থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না, ফর গ্রেটার ইন্টারেস্ট। সোহানকে নিয়ে অনেক আলাপ হয়েছিল শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে। আনফরচুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় পারফর্মার নেই। আমাদের কনফিডেন্সের যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অব ক্রিকেট, প্যাটার্ন অব ক্রিকেট; স্পেশালি পাঁচ-ছয়ে আমাদের একটা ভালো চয়েস। যেমন জাকের আলী আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে। সেই হিসেবে ব্যাকআপের জায়গায় আমরা তাকে সেরা মনে করছি। ’
একইভাবে সাইফ হাসানও ২০২৩ এশিয়ান গেমসের পর আর জায়গা পাননি।
তাকে ফেরানোর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘তার অন্তর্ভুক্তি আরও অনেকেই আলোচনায় এনেছে। কোচ-ক্যাপ্টেন-নির্বাচক যারা আছি অনেক আলোচনা করেছি। আমাদের ওপরের দিকে একটা বোলারের দরকার ছিল, সেই জায়গায় তিনি কাজে আসতে পারবেন। নাম্বার ফোর, থ্রি অথবা যদি নতুন বলে ওপরের দিকে নাম্বার ওয়ান, টুতে আমার কোনো প্লেয়ার লাগে, সেই আলোকে সাইফ হাসানের দিকে আমাদের চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করেছি। নাম্বার ফোরে ব্যাট করার মতো ক্যাপাবল ব্যাটার এবং প্রয়োজনে যদি কোনো পরিস্থিতির তৈরি হয় দলের জন্য, তাহলে ওপেন করার সক্ষমতাও তিনি রাখেন।’ নাঈমকে বাদ দেয়ার পেছনে যুক্তি হিসেবে লিপু বলেন, ‘কাউকে দল থেকে বাদ দেয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হয়। তিনি তার সামর্থ্যরে কতটুকু করতে পারলেন, কিংবা যে সুযোগটা তাকে দেয়া হলো, সেটা যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে, নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড। তিনি যে প্রতিশ্রুতিটা দেখিয়েছিলেন, আমরা আশাবাদী ছিলাম, তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন। সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। আনফরচুনেটলি সেটা হয়নি। আরেকটু লো চ্যালেঞ্জে, টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে আমরা দেখলাম সেখানেও সেটাকে কাজে লাগাতে পারলেন না।’
নাঈমকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস নাঈম শেখ জানেন, এ জায়গাটা উদ্ধার করতে হলে ইন্টার?্যানশনাল ক্রিকেটে সফল হতে হলে, দলকে সফল করতে হলে তাকে আরও উন্নতি করতে হবে। সেটা করতে হলে ক্রিকেট বোর্ডের তরফ হতে কিংবা কোচিং প্যানেলের তরফ থেকে যা যা সহযোগিতা করা দরকার, আমরা সেটা অব্যাহত রাখবো।’
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল গতকাল শুক্রবার ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসানরা। তাদের অন্তর্ভুক্তি নিয়ে শনিবার,(২৩ আগস্ট ২০২৫) মিরপুর স্টেডিয়ামে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দলে ফেরা সোহান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিন বছর আগে। তাকে ফেরানোর ব্যাখ্যায় লিপু বলেন, ‘প্রত্যেকটা নির্বাচনের পেছনে একটা প্রক্রিয়া থাকে। কিছু ক্ষেত্রে আমাদের পক্ষ থেকেও ডিপ ডাইভ থিংকিং থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না, ফর গ্রেটার ইন্টারেস্ট। সোহানকে নিয়ে অনেক আলাপ হয়েছিল শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে। আনফরচুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় পারফর্মার নেই। আমাদের কনফিডেন্সের যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অব ক্রিকেট, প্যাটার্ন অব ক্রিকেট; স্পেশালি পাঁচ-ছয়ে আমাদের একটা ভালো চয়েস। যেমন জাকের আলী আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে। সেই হিসেবে ব্যাকআপের জায়গায় আমরা তাকে সেরা মনে করছি। ’
একইভাবে সাইফ হাসানও ২০২৩ এশিয়ান গেমসের পর আর জায়গা পাননি।
তাকে ফেরানোর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘তার অন্তর্ভুক্তি আরও অনেকেই আলোচনায় এনেছে। কোচ-ক্যাপ্টেন-নির্বাচক যারা আছি অনেক আলোচনা করেছি। আমাদের ওপরের দিকে একটা বোলারের দরকার ছিল, সেই জায়গায় তিনি কাজে আসতে পারবেন। নাম্বার ফোর, থ্রি অথবা যদি নতুন বলে ওপরের দিকে নাম্বার ওয়ান, টুতে আমার কোনো প্লেয়ার লাগে, সেই আলোকে সাইফ হাসানের দিকে আমাদের চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করেছি। নাম্বার ফোরে ব্যাট করার মতো ক্যাপাবল ব্যাটার এবং প্রয়োজনে যদি কোনো পরিস্থিতির তৈরি হয় দলের জন্য, তাহলে ওপেন করার সক্ষমতাও তিনি রাখেন।’ নাঈমকে বাদ দেয়ার পেছনে যুক্তি হিসেবে লিপু বলেন, ‘কাউকে দল থেকে বাদ দেয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হয়। তিনি তার সামর্থ্যরে কতটুকু করতে পারলেন, কিংবা যে সুযোগটা তাকে দেয়া হলো, সেটা যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে, নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড। তিনি যে প্রতিশ্রুতিটা দেখিয়েছিলেন, আমরা আশাবাদী ছিলাম, তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন। সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। আনফরচুনেটলি সেটা হয়নি। আরেকটু লো চ্যালেঞ্জে, টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে আমরা দেখলাম সেখানেও সেটাকে কাজে লাগাতে পারলেন না।’
নাঈমকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস নাঈম শেখ জানেন, এ জায়গাটা উদ্ধার করতে হলে ইন্টার?্যানশনাল ক্রিকেটে সফল হতে হলে, দলকে সফল করতে হলে তাকে আরও উন্নতি করতে হবে। সেটা করতে হলে ক্রিকেট বোর্ডের তরফ হতে কিংবা কোচিং প্যানেলের তরফ থেকে যা যা সহযোগিতা করা দরকার, আমরা সেটা অব্যাহত রাখবো।’