এশিয়া কাপ ক্রিকেট
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন আফগান নির্বাচকেরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন জোরে বোলার নবীন উল হক। চোট সারিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গজনফরও।
এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা। রশিদ, নবীন, গজনফর ছাড়াও দলে রয়েছেন জোরে বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতুল্লা ওমরজাই, মোহাম্মদ নবী। আইসিসির শেষ তিন সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।
গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদেরা।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লা অটল, আজমাতুল্লা ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মহম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গজনফর, নুর আহমেদ, ফারিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুক।
এশিয়া কাপ ক্রিকেট
রোববার, ২৪ আগস্ট ২০২৫
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন আফগান নির্বাচকেরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন জোরে বোলার নবীন উল হক। চোট সারিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গজনফরও।
এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা। রশিদ, নবীন, গজনফর ছাড়াও দলে রয়েছেন জোরে বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতুল্লা ওমরজাই, মোহাম্মদ নবী। আইসিসির শেষ তিন সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।
গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদেরা।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লা অটল, আজমাতুল্লা ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মহম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গজনফর, নুর আহমেদ, ফারিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুক।