ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিক্সেও ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াতে গিয়ে ট্র্যাকের ওপরেই পড়ে গিয়েছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। গতকাল রোববার জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে মাসলপুল হলে ট্র্যাকে পড়ে যান বাংলাদেশের দ্রুততম এ মানব। মাত্র ৪০-৪৫ মিটার দৌড় দিয়ে ডাবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় নৌবাহিনীর এ অ্যাথলেটের। ট্র্যাকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমরানুর রহমানকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপর থেকে সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন, কি অবস্থা এশিয়ান ইনডোরে স্বর্ণজেতা এ অ্যাথলেটের। তবে তিনি ভালো আছেন। ইমরান তার ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তামুক্ত করতে নিজের ফেইসবুক পেইজে স্ট্যাটাসে লিখেছেন তিনি ভালো আছেন। আঘাত তেমন গুরুতর নয়। স্ট্যাটাসে ইমরানুর রহমান লিখেন, ‘শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়, আমার মনে হয় না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সবসময়ই দারুণ।’ ইমরানুর রহমান এক আসর পরেই ১০০ মিটারে স্বর্ণ জিতে ফের দ্রুততম মানবের খেতাব ছিনিয়ে নিয়েছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিক্সেও ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াতে গিয়ে ট্র্যাকের ওপরেই পড়ে গিয়েছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। গতকাল রোববার জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে মাসলপুল হলে ট্র্যাকে পড়ে যান বাংলাদেশের দ্রুততম এ মানব। মাত্র ৪০-৪৫ মিটার দৌড় দিয়ে ডাবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় নৌবাহিনীর এ অ্যাথলেটের। ট্র্যাকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমরানুর রহমানকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপর থেকে সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন, কি অবস্থা এশিয়ান ইনডোরে স্বর্ণজেতা এ অ্যাথলেটের। তবে তিনি ভালো আছেন। ইমরান তার ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তামুক্ত করতে নিজের ফেইসবুক পেইজে স্ট্যাটাসে লিখেছেন তিনি ভালো আছেন। আঘাত তেমন গুরুতর নয়। স্ট্যাটাসে ইমরানুর রহমান লিখেন, ‘শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়, আমার মনে হয় না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সবসময়ই দারুণ।’ ইমরানুর রহমান এক আসর পরেই ১০০ মিটারে স্বর্ণ জিতে ফের দ্রুততম মানবের খেতাব ছিনিয়ে নিয়েছেন।