হারিস রউফ
এশিয়া কাপ ক্রিকেট আগামী ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের মাটিতে শুরু হবে। এবারের আসরেও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বের পর ফাইনালেও আবার দেখা হতে পারে তাদের।
মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কথার লড়াই। প্রতিযোগিতা শুরুর আগেই পাকিস্তানের পেসার হারিস রউফের দাবি, দু’বারই ভারতকে হারাবে পাকিস্তান।
এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরপরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে। পাকিস্তান ইতোমধ্যে সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছে। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই রউফের এক ভিডিও ভাইরাল হয়েছে।
পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক। তাদের একজন রউফকে বলছিলেন, ‘ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে।’ জবাবে রউফ বলেন, ‘দু’বারই হারাবো।’ এ কথা শুনে পাকিস্তানের সমর্থকরা চিৎকার করে ওঠেন।
তবে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরাও খোঁচা দিতে ছাড়েননি। তাদের কথায়, প্রতিবার প্রতিযোগিতার আগে পাকিস্তান এটাই করে। ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না। তখন অজুহাত খোঁজে। এবারও সেই ঘটনা হবে বলেই দাবি ভারতীয় সমর্থকদের।
আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। দুই দল ছাড়াও একই গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে রয়েছে হংকং।
ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকায় সেমিফাইনালে দেখা হবে না তাদের। যদি তারা নিজেদের সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে আবার দু’দেশ মুখোমুখি হতে পারে।
হারিস রউফ
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
এশিয়া কাপ ক্রিকেট আগামী ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের মাটিতে শুরু হবে। এবারের আসরেও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বের পর ফাইনালেও আবার দেখা হতে পারে তাদের।
মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কথার লড়াই। প্রতিযোগিতা শুরুর আগেই পাকিস্তানের পেসার হারিস রউফের দাবি, দু’বারই ভারতকে হারাবে পাকিস্তান।
এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরপরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে। পাকিস্তান ইতোমধ্যে সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছে। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই রউফের এক ভিডিও ভাইরাল হয়েছে।
পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক। তাদের একজন রউফকে বলছিলেন, ‘ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে।’ জবাবে রউফ বলেন, ‘দু’বারই হারাবো।’ এ কথা শুনে পাকিস্তানের সমর্থকরা চিৎকার করে ওঠেন।
তবে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরাও খোঁচা দিতে ছাড়েননি। তাদের কথায়, প্রতিবার প্রতিযোগিতার আগে পাকিস্তান এটাই করে। ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না। তখন অজুহাত খোঁজে। এবারও সেই ঘটনা হবে বলেই দাবি ভারতীয় সমর্থকদের।
আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। দুই দল ছাড়াও একই গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে রয়েছে হংকং।
ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকায় সেমিফাইনালে দেখা হবে না তাদের। যদি তারা নিজেদের সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে আবার দু’দেশ মুখোমুখি হতে পারে।