জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ৪০ জন অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা নিয়ে স্কুল পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার,(২৬ আগস্ট ২০২৫) দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এর আগে তিনি বলেন সাঁতার হচ্ছে সব খেলার ঊর্ধ্বে কেননা নিয়মিত সাঁতার কাটলে শরীর মন দুটোই ভালো থাকে ও পানিতে কেউ তলিয়ে যায় না। তোমাদের উচিত পাড়া মহল্লায় সাঁতার শেখানো তাহলে সবাই উপকৃত হবে। জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পদ্মা সুইমিংপুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সাঁতার প্রশিক্ষক মো. আব্দুর রউফ রিপন, মডেল স্কুলের সিনিয়র শরীরচর্চা শিক্ষক ও সাঁতার প্রশিক্ষক আবু হায়দার রিপন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক আব্দুল আলীম ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন স্কুলের বালক-বালিকা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ৪০ জন অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা নিয়ে স্কুল পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার,(২৬ আগস্ট ২০২৫) দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এর আগে তিনি বলেন সাঁতার হচ্ছে সব খেলার ঊর্ধ্বে কেননা নিয়মিত সাঁতার কাটলে শরীর মন দুটোই ভালো থাকে ও পানিতে কেউ তলিয়ে যায় না। তোমাদের উচিত পাড়া মহল্লায় সাঁতার শেখানো তাহলে সবাই উপকৃত হবে। জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পদ্মা সুইমিংপুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সাঁতার প্রশিক্ষক মো. আব্দুর রউফ রিপন, মডেল স্কুলের সিনিয়র শরীরচর্চা শিক্ষক ও সাঁতার প্রশিক্ষক আবু হায়দার রিপন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক আব্দুল আলীম ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন স্কুলের বালক-বালিকা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।