২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আগামী মাসে দুটি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এর জন্য গতকাল সোমবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দুটি ম্যাচের জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি।
চোটের কারণে দলে নেই নেইমার। আক্রমণভাগের দুই নিয়মিত সদস্য ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর বাদ পড়েছেন।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে আনচেলত্তি রদ্রিগোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘রদ্রিগো আগের দিন রেয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলেছে। অনেক দিন পর সে প্রথম ম্যাচ খেললো। এখন তার হাতে সময় আছে নিজেকে ভালো মতো প্রস্তুত করা এবং জাতীয় দলে ফিরে আসা।’
নেইমার গত বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনের সময় চোট পান। আনচেলত্তির কথায়, ‘গত সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে। তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। কিন্তু, দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে।’
দেশের হয়ে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য গত মার্চে ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, ক্লাব সান্তোসের হয়ে চোট পেয়ে আবার ছিটকে যান তিনি।
আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর গত মে মাসে তার প্রথম দল ঘোষণার সময় চোটমুক্ত ছিলেন নেইমার, কিন্তু ফিটনেস ঘাটতির কারণে তখন তাকে নেননি কোচ।
আনচেলত্তির এবারের দলে অবশ্য অনেক পরিবর্তন এসেছে। রক্ষণে আছেন আর্সেনাল ডিফেন্ডার মাগালিয়াইস, মাঝমাঠে পাকেতার মতো ফুটবলাররা। আবার বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও রিবেইরো এবং ফরোয়ার্ড আন্তোনি।
এত পরিবর্তনের আরেকটি কারণ হতে পারে, ইতোমধ্যে আগামী বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তাই বাকি দুই ম্যাচে সবাইকে ঝালিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছেন কোচ আনচেলত্তি।
আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। পাঁচ দিন পর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে।
বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাকুয়েডর। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: এ্যালিসন, বেনটো, হুগো সুজা। ডিফেন্ডার: আলেক্সান্দ্রো, এ্যালেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েলে মার্টিনেলি, হুয়াও পেড্রো, কাইয়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, রিচার্র্লিসন।
কোরিয়া ও জাপানে প্রীতি
ম্যাচ খেলবে ব্রাজিল
আগামী ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল। টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতির জন্য রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী অক্টোবরে এশিয়া মহাদেশে সফর করবে। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।
মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখমুখি হবে ব্রাজিল। এরপর ১০ অক্টোবর টোকিওতে জাপানকে মোকাবিলা করবে সেলেসাওরা।
আগামী বছরের ১১ জুন জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একত্রে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আগামী মাসে দুটি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এর জন্য গতকাল সোমবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দুটি ম্যাচের জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি।
চোটের কারণে দলে নেই নেইমার। আক্রমণভাগের দুই নিয়মিত সদস্য ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর বাদ পড়েছেন।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে আনচেলত্তি রদ্রিগোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘রদ্রিগো আগের দিন রেয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলেছে। অনেক দিন পর সে প্রথম ম্যাচ খেললো। এখন তার হাতে সময় আছে নিজেকে ভালো মতো প্রস্তুত করা এবং জাতীয় দলে ফিরে আসা।’
নেইমার গত বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনের সময় চোট পান। আনচেলত্তির কথায়, ‘গত সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে। তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। কিন্তু, দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে।’
দেশের হয়ে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য গত মার্চে ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, ক্লাব সান্তোসের হয়ে চোট পেয়ে আবার ছিটকে যান তিনি।
আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর গত মে মাসে তার প্রথম দল ঘোষণার সময় চোটমুক্ত ছিলেন নেইমার, কিন্তু ফিটনেস ঘাটতির কারণে তখন তাকে নেননি কোচ।
আনচেলত্তির এবারের দলে অবশ্য অনেক পরিবর্তন এসেছে। রক্ষণে আছেন আর্সেনাল ডিফেন্ডার মাগালিয়াইস, মাঝমাঠে পাকেতার মতো ফুটবলাররা। আবার বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও রিবেইরো এবং ফরোয়ার্ড আন্তোনি।
এত পরিবর্তনের আরেকটি কারণ হতে পারে, ইতোমধ্যে আগামী বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তাই বাকি দুই ম্যাচে সবাইকে ঝালিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছেন কোচ আনচেলত্তি।
আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। পাঁচ দিন পর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে।
বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাকুয়েডর। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: এ্যালিসন, বেনটো, হুগো সুজা। ডিফেন্ডার: আলেক্সান্দ্রো, এ্যালেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েলে মার্টিনেলি, হুয়াও পেড্রো, কাইয়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, রিচার্র্লিসন।
কোরিয়া ও জাপানে প্রীতি
ম্যাচ খেলবে ব্রাজিল
আগামী ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল। টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতির জন্য রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী অক্টোবরে এশিয়া মহাদেশে সফর করবে। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।
মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখমুখি হবে ব্রাজিল। এরপর ১০ অক্টোবর টোকিওতে জাপানকে মোকাবিলা করবে সেলেসাওরা।
আগামী বছরের ১১ জুন জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একত্রে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।