এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা। আগামী জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এতে ভারতের অংশ না নেয়ার সম্ভাবনা। নারী হ্যান্ডবলে অন্যতম ফেভারিট ভারত না থাকায় বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে চান রুবিনা ইসলাম।
এবারের জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হতে পারেনি পুলিশ দল। কিন্তু প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এ দলের রুবিনা। হ্যান্ডবল খেলে পরিবারের অস্বচ্ছলতা ঘুচিয়েছেন। হ্যান্ডবল খেলেই পেয়েছেন পুলিশের চাকরি।
গতকাল সোমবার ফাইনালে আনসার হারিয়েছে পুলিশকে। চ্যাম্পিয়ন দলকে ছাপিয়ে এ প্রতিযোগিতার সব আলো কেড়ে নেন রুবিনা। ফাইনালে করেছেন সর্বোচ্চ ১৫টি গোল। হয়েছেন সেরা খেলোয়াড়।
রুবিনার হ্যান্ডবলে হাতেখড়ি নিজ জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়। যেখানে বেশিরভাগ মেয়েরাই হ্যান্ডবল খেলে। সিনিয়রদের হ্যান্ডবল খেলতে দেখেই রুবিনা এসেছেন এ খেলায়।
২০০৯ সাল থেকে হ্যান্ডবল খেলা শুরু করে জাতীয় দলে সুযোগ পান ২০১৪ সালে। ফাইনাল শেষে রুবিনা বলেন, ‘হ্যান্ডবল খেলার মাধ্যমেই আমার পুলিশের চাকরি হয়েছে।’
রুবিনারা ৫ বোন। দুই বোন হ্যান্ডবল খেলেন। পরিবারের সমর্থনেই এত দূর এসেছেন বলে জানালেন।
জাতীয় প্রতিযোগিতা শেষ। এবার রুবিনার চোখ জাতীয় দলে, ‘আমি আশা করি, আমার পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে সুযোগ পাবো।’
জাতীয় প্রতিযোগিতা থেকে ইতোমধ্যে এসএ গেমসের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করেছে হ্যান্ডবল ফেডারেশন। আগামী সপ্তাহ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবার কথা রয়েছে।
জাতীয় হ্যান্ডবল দল ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছিল রৌপ্য পদক। সেটাই এখন পর্যন্ত নারী দলের সর্বোচ্চ অর্জন। সেবার ফাইনালে বাংলাদেশ হারে ভারতের কাছে। আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে ভারতের অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি, ‘যেহেতু ভারত খেলবে না এবার আমাদের সামনে সোনা জেতার ভালো সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।’ শুধু এসএ গেমসে নয় একদিন বিশ্বকাপেও বাংলাদেশকে দেখতে চান রুবিনা।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা। আগামী জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এতে ভারতের অংশ না নেয়ার সম্ভাবনা। নারী হ্যান্ডবলে অন্যতম ফেভারিট ভারত না থাকায় বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে চান রুবিনা ইসলাম।
এবারের জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হতে পারেনি পুলিশ দল। কিন্তু প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এ দলের রুবিনা। হ্যান্ডবল খেলে পরিবারের অস্বচ্ছলতা ঘুচিয়েছেন। হ্যান্ডবল খেলেই পেয়েছেন পুলিশের চাকরি।
গতকাল সোমবার ফাইনালে আনসার হারিয়েছে পুলিশকে। চ্যাম্পিয়ন দলকে ছাপিয়ে এ প্রতিযোগিতার সব আলো কেড়ে নেন রুবিনা। ফাইনালে করেছেন সর্বোচ্চ ১৫টি গোল। হয়েছেন সেরা খেলোয়াড়।
রুবিনার হ্যান্ডবলে হাতেখড়ি নিজ জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়। যেখানে বেশিরভাগ মেয়েরাই হ্যান্ডবল খেলে। সিনিয়রদের হ্যান্ডবল খেলতে দেখেই রুবিনা এসেছেন এ খেলায়।
২০০৯ সাল থেকে হ্যান্ডবল খেলা শুরু করে জাতীয় দলে সুযোগ পান ২০১৪ সালে। ফাইনাল শেষে রুবিনা বলেন, ‘হ্যান্ডবল খেলার মাধ্যমেই আমার পুলিশের চাকরি হয়েছে।’
রুবিনারা ৫ বোন। দুই বোন হ্যান্ডবল খেলেন। পরিবারের সমর্থনেই এত দূর এসেছেন বলে জানালেন।
জাতীয় প্রতিযোগিতা শেষ। এবার রুবিনার চোখ জাতীয় দলে, ‘আমি আশা করি, আমার পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে সুযোগ পাবো।’
জাতীয় প্রতিযোগিতা থেকে ইতোমধ্যে এসএ গেমসের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করেছে হ্যান্ডবল ফেডারেশন। আগামী সপ্তাহ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবার কথা রয়েছে।
জাতীয় হ্যান্ডবল দল ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছিল রৌপ্য পদক। সেটাই এখন পর্যন্ত নারী দলের সর্বোচ্চ অর্জন। সেবার ফাইনালে বাংলাদেশ হারে ভারতের কাছে। আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে ভারতের অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি, ‘যেহেতু ভারত খেলবে না এবার আমাদের সামনে সোনা জেতার ভালো সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।’ শুধু এসএ গেমসে নয় একদিন বিশ্বকাপেও বাংলাদেশকে দেখতে চান রুবিনা।