অরল্যান্ডোর বিপক্ষে আক্রমণে মেসি
মায়ামিকে লীগস কাপের ফাইনালে তোলার পর লিওনেল মেসি স্বীকার করে নিলেন, চোট থেকে ফিরে মাঠে নেমে শুরুতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি। ফ্লোরিডায় বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫ সকালে (বাংলাদেশ সময়) লীগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন মেসি। ৮৮তম মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুণ নৈপুণ্যে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলেও ভূমিকা রাখেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। পেশির চোট এই মাসে বেশ ভুগিয়েছে মেসিকে। চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরে গত ১৭ আগস্ট মেজর লীগ সকারে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলের ৩-১ গোলের জয়ে বড় অবদান রাখেন তিনি। কিন্তু একই চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের পরের দুই ম্যাচে আবার বাইরে থাকতে হয় ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে।
অরল্যান্ডোর বিপক্ষে আক্রমণে মেসি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
মায়ামিকে লীগস কাপের ফাইনালে তোলার পর লিওনেল মেসি স্বীকার করে নিলেন, চোট থেকে ফিরে মাঠে নেমে শুরুতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি। ফ্লোরিডায় বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫ সকালে (বাংলাদেশ সময়) লীগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন মেসি। ৮৮তম মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুণ নৈপুণ্যে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলেও ভূমিকা রাখেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। পেশির চোট এই মাসে বেশ ভুগিয়েছে মেসিকে। চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরে গত ১৭ আগস্ট মেজর লীগ সকারে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলের ৩-১ গোলের জয়ে বড় অবদান রাখেন তিনি। কিন্তু একই চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের পরের দুই ম্যাচে আবার বাইরে থাকতে হয় ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে।