ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্বের ড্র হয়ে গেছে। এবারের ড্রতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পড়েছে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়ে।
রিয়ালের গ্রুপে আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাহতি। ঘরের মাঠে তাদের খেলতে হবে সিটি, ইউভেন্তুস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে লড়াই করতে হবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির মাঠে।
অন্যদিকে বার্সেলোনার ভাগ্যে এসেছে পিএসজি, চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহেগেন ও নিউক্যাসল ইউনাইটেড। তাদের ঘরের মাঠের প্রতিপক্ষ পিএসজি, ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেন। আর অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে চেলসি, ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসলের মাঠে।
ড্রতে আরও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও ইন্টার মিলানের মতো দলগুলো।
এবারের লিগ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৫ এবং চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। সবশেষে ৩০ মে ২০২৬ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্বের ড্র হয়ে গেছে। এবারের ড্রতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পড়েছে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়ে।
রিয়ালের গ্রুপে আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাহতি। ঘরের মাঠে তাদের খেলতে হবে সিটি, ইউভেন্তুস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে লড়াই করতে হবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির মাঠে।
অন্যদিকে বার্সেলোনার ভাগ্যে এসেছে পিএসজি, চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহেগেন ও নিউক্যাসল ইউনাইটেড। তাদের ঘরের মাঠের প্রতিপক্ষ পিএসজি, ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেন। আর অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে চেলসি, ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসলের মাঠে।
ড্রতে আরও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও ইন্টার মিলানের মতো দলগুলো।
এবারের লিগ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৫ এবং চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। সবশেষে ৩০ মে ২০২৬ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল।