সাফ অ-১৭ নারী ফুটবল
বাংলাদেশের একটি আক্রমণ
অপ্রত্যাশিত, অকল্পনীয়। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫ সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়েই শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেল লাল সবুজের মেয়েদের।
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। অথচ সেই ভুটানের সঙ্গে রাউন্ড রবিন লীগে দ্বিতীয়বারের দেখায় ড্র করে সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা অনিশ্চিত হয়ে পড়েছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রাউন্ড রবিন লীগের ফিরতি ম্যাচে আগামী কাল ভারতের মুখোমুখি হবে। এখন রানার্সআপ ট্রফিই সান্ত¦না বাংলাদেশের।
থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল পেয়ে যায়। ছয় মিনিটে গোলকিপার কেলজান ওয়াংমোর ভুলে গোল হজম করে বসে ভুটান। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াংমোর নেয়া শটে বল গিয়ে পড়ে পুর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে গোলকিপারের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন তিনি (১-০)। একটু পর সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াঙ্গমো। ১৬ মিনিটে পুর্ণিমার আড়াআড়ি ক্রসে সুরভী আকন্দের প্লেসিং শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি শট কাঁপায় বাইরের জাল।
২৭ মিনিটে ব্যবধান বাড়তে পারত। ডান দিক থেকে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা পুর্ণিমা পা বাড়ালেও পাননি বলের নাগাল। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান।
সতীর্থের লং পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে গোলকিপার মেঘলা রানীর পাশ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন চোরতেন জাংমো (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মামনি চাকমা। কিন্তু দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান গোলকিপার। এরপর চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি বাংলাদেশ। ভুটান ৫ ম্যাচে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশের সঙ্গে এই ড্রয়ে।
দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অ-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দু’য়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অ-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। পাঁচ ম্যাচে ইতোমধ্যে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপা স্বপ্ন এখন শেষের পথে।
সাফ অ-১৭ নারী ফুটবল
বাংলাদেশের একটি আক্রমণ
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
অপ্রত্যাশিত, অকল্পনীয়। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫ সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়েই শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেল লাল সবুজের মেয়েদের।
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। অথচ সেই ভুটানের সঙ্গে রাউন্ড রবিন লীগে দ্বিতীয়বারের দেখায় ড্র করে সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা অনিশ্চিত হয়ে পড়েছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রাউন্ড রবিন লীগের ফিরতি ম্যাচে আগামী কাল ভারতের মুখোমুখি হবে। এখন রানার্সআপ ট্রফিই সান্ত¦না বাংলাদেশের।
থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল পেয়ে যায়। ছয় মিনিটে গোলকিপার কেলজান ওয়াংমোর ভুলে গোল হজম করে বসে ভুটান। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াংমোর নেয়া শটে বল গিয়ে পড়ে পুর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে গোলকিপারের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন তিনি (১-০)। একটু পর সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াঙ্গমো। ১৬ মিনিটে পুর্ণিমার আড়াআড়ি ক্রসে সুরভী আকন্দের প্লেসিং শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি শট কাঁপায় বাইরের জাল।
২৭ মিনিটে ব্যবধান বাড়তে পারত। ডান দিক থেকে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা পুর্ণিমা পা বাড়ালেও পাননি বলের নাগাল। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান।
সতীর্থের লং পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে গোলকিপার মেঘলা রানীর পাশ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন চোরতেন জাংমো (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মামনি চাকমা। কিন্তু দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান গোলকিপার। এরপর চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি বাংলাদেশ। ভুটান ৫ ম্যাচে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশের সঙ্গে এই ড্রয়ে।
দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অ-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দু’য়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অ-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। পাঁচ ম্যাচে ইতোমধ্যে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপা স্বপ্ন এখন শেষের পথে।