নিজেদের গোল সীমানায় বাংলাদেশের প্রতিরোধ
পরাজয় দিয়ে এশিয়া কাপ হকির মিশন শুরু করা বাংলাদেশ। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) ভারতের রজাগিরে উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে লাল সবুজের দল। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে।
বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ১৬ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল । ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর যেন খোলসে ঢুকে পড়ে বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেনি। একে একে হজম করে ৪ গোল। মালয়েশিয়ার হয়ে প্রথমে সমতাসূচক ফিল্ড গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি (১-১)। দ্বিতীয় কোয়ার্টারও ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের গতি বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে (৩৬ মিনিট) আনোয়ার আকিমুল্লাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। ৪৮ মিনিটে আবদু রউফ মোহাজির গোল কররে ৩-১ গোলে আরও এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে কোলান সাইদের গোলে ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া (৪-১)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে রেজাউল করিমরা।
মালয়েশিয়ার সঙ্গে শেষবার বাংলাদেশের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে। সেবার ৮-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সেবারও তাদের একমাত্র গোলদাতা ছিলেন আশরাফুল। নিরাপত্তাজনিত কারণে ভারতে সফর করতে পাকিস্তান অস্বীকৃতি জানানোয় এবারের এশিয়া কাপ হকিতে সুযোগ মিলেছে বাংলাদেশের। আজ চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় (বাংলাদেশ সময়) । বাংলাদেশ গ্রুপের তৃতীয় ম্যাচটি খেলবে ১ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
নিজেদের গোল সীমানায় বাংলাদেশের প্রতিরোধ
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
পরাজয় দিয়ে এশিয়া কাপ হকির মিশন শুরু করা বাংলাদেশ। শুক্রবার,(২৯ আগস্ট ২০২৫) ভারতের রজাগিরে উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে লাল সবুজের দল। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে।
বিহার স্পোর্টস ইউনির্ভাসিটি হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ১৬ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল । ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর যেন খোলসে ঢুকে পড়ে বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেনি। একে একে হজম করে ৪ গোল। মালয়েশিয়ার হয়ে প্রথমে সমতাসূচক ফিল্ড গোলটি করেন আশরান হামসানি। ২৪ মিনিটে গোল করেন তিনি (১-১)। দ্বিতীয় কোয়ার্টারও ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের গতি বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে (৩৬ মিনিট) আনোয়ার আকিমুল্লাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। ৪৮ মিনিটে আবদু রউফ মোহাজির গোল কররে ৩-১ গোলে আরও এগিয়ে যায় তারা। ৫৪ মিনিটে কোলান সাইদের গোলে ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া (৪-১)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে রেজাউল করিমরা।
মালয়েশিয়ার সঙ্গে শেষবার বাংলাদেশের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে। সেবার ৮-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সেবারও তাদের একমাত্র গোলদাতা ছিলেন আশরাফুল। নিরাপত্তাজনিত কারণে ভারতে সফর করতে পাকিস্তান অস্বীকৃতি জানানোয় এবারের এশিয়া কাপ হকিতে সুযোগ মিলেছে বাংলাদেশের। আজ চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় (বাংলাদেশ সময়) । বাংলাদেশ গ্রুপের তৃতীয় ম্যাচটি খেলবে ১ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।