ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে বাংলাদেশ (বিসিবি)। আগের মতোই দলে আছেন দুই জন লেগ স্পিনার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর ও জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইকবাল হোসেন, রাফিউজ্জামান রাফি ও ফারজান আহমেদ।
রাফিউজ্জামান ও ফারজান অবশ্য অপেক্ষমান তালিকায় আছেন। আগের দলটিতে অপেক্ষমান তালিকায় থাকা ফারহান শাহরিয়ার এবার সুযোগ পেয়েছেন মূল দলে।
গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই দল। আগের মতোই দলে লেগ স্পিনার দুজন- দেবাশিষ সরকার ও স্বাধীন ইসলাম। বিসিবির বিজ্ঞপ্তিতে যদিও অধিনায়কের নাম উল্লেখ করা হয়নি। গত কয়েকটি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম।
সাদের যুব ওয়ানডে অভিষেক হয় গত মে মাসে শ্রীলঙ্কা সফরে । পরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে দল থেকেই বাদ পড়েন সাদ।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর, ত্রিদেশীয় সিরিজও বাংলাদেশ জিতে নেয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
ইংল্যান্ড সফরের জন্য রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। লাফবোরোয় আগামী ৩ সেপ্টেম্বর তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড যুব দলের বিপক্ষে। সেখানেই স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ৫ ও ৭ সেপ্টেম্বর।
ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর হবে তৃতীয় ম্যাচ। ১২ ও ১৪ সেপ্টেম্বর শেষ দুই ম্যাচ হবে বেকেনহ্যামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, সামিউন বশির, দেবাশিস সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি এলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়া আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার
স্ট্যান্ড বাই: শাহরিয়ার আহমেদ, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফিউজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে বাংলাদেশ (বিসিবি)। আগের মতোই দলে আছেন দুই জন লেগ স্পিনার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর ও জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইকবাল হোসেন, রাফিউজ্জামান রাফি ও ফারজান আহমেদ।
রাফিউজ্জামান ও ফারজান অবশ্য অপেক্ষমান তালিকায় আছেন। আগের দলটিতে অপেক্ষমান তালিকায় থাকা ফারহান শাহরিয়ার এবার সুযোগ পেয়েছেন মূল দলে।
গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই দল। আগের মতোই দলে লেগ স্পিনার দুজন- দেবাশিষ সরকার ও স্বাধীন ইসলাম। বিসিবির বিজ্ঞপ্তিতে যদিও অধিনায়কের নাম উল্লেখ করা হয়নি। গত কয়েকটি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম।
সাদের যুব ওয়ানডে অভিষেক হয় গত মে মাসে শ্রীলঙ্কা সফরে । পরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে দল থেকেই বাদ পড়েন সাদ।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর, ত্রিদেশীয় সিরিজও বাংলাদেশ জিতে নেয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
ইংল্যান্ড সফরের জন্য রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। লাফবোরোয় আগামী ৩ সেপ্টেম্বর তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড যুব দলের বিপক্ষে। সেখানেই স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ৫ ও ৭ সেপ্টেম্বর।
ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর হবে তৃতীয় ম্যাচ। ১২ ও ১৪ সেপ্টেম্বর শেষ দুই ম্যাচ হবে বেকেনহ্যামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, সামিউন বশির, দেবাশিস সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি এলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়া আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার
স্ট্যান্ড বাই: শাহরিয়ার আহমেদ, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফিউজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।