চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়নদের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ একগাদা ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল পাত্তাই পেল না সাউথ অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে শনিবার,(৩০ আগস্ট ২০২৫) ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে।
গতকাল শুক্রবার বাজে শুরুর পর লড়াই করেছিলেন শাহাদাত হোসেন। শেষ বিকেলে তাকে সঙ্গ দিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরি। নতুন দিনে বেশিক্ষণ টিকতে পারেননি ছয়টি করে টেস্ট ম্যাচ খেলা দুই ব্যাটারের কেউই।
৪২ রানে দিন শুরু করা শাহাদাত বিদায় নেন আর ৭ রান যোগ করে। একটু পর তাকে অনুসরণ করেন ইয়াসিরও (৩৬)।
এরপর নাঈম হাসানকে নিয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ২৫ রানে বিদায় নেন নাঈম। তিনটি চার ও একটি ছক্কায় মাহিদুল করেন ৩২। লোয়ার অর্ডারে রিপন মন্ডল ও এনামুল হক রান পাননি। এরপর বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ব্যাট হাতে লড়াই করে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা জাগান কিছুটা। শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তিনি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে। তবে শেষ রক্ষা হয়নি। ৪২ রানে মুরাদের বিদায়ে শেষ হয় ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দলের এবারের অস্ট্রেলিয়া সফর এতে শেষ হলো হতাশায়। এই চার দিনের ম্যাচের আগে টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয় তারা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’ ১১৪ ও ৮৩.৩ ওভারে ২৫৪ (আগের দিন ১০৬/৩) (শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মাহিদুল ৩২, নাঈম ২৫, মুরাদ ৪২, রিপন ০, এনামুল ০, হাসান ৯*; বাকিংহ্যাম ১৭-১-৫২-৩, অ্যাগার ২০-৪-৫৬-২, জ্যাকবস ১৪-৩-৩৫-২, থর্নটন ১৩-৩-২৫-২, ওয়াদিয়া ১৯-৩-৭৭-১)।
সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৩৮০।
ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী।
চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়নদের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতায় সমৃদ্ধ একগাদা ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল পাত্তাই পেল না সাউথ অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে শনিবার,(৩০ আগস্ট ২০২৫) ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১১৪ রানে।
গতকাল শুক্রবার বাজে শুরুর পর লড়াই করেছিলেন শাহাদাত হোসেন। শেষ বিকেলে তাকে সঙ্গ দিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরি। নতুন দিনে বেশিক্ষণ টিকতে পারেননি ছয়টি করে টেস্ট ম্যাচ খেলা দুই ব্যাটারের কেউই।
৪২ রানে দিন শুরু করা শাহাদাত বিদায় নেন আর ৭ রান যোগ করে। একটু পর তাকে অনুসরণ করেন ইয়াসিরও (৩৬)।
এরপর নাঈম হাসানকে নিয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ২৫ রানে বিদায় নেন নাঈম। তিনটি চার ও একটি ছক্কায় মাহিদুল করেন ৩২। লোয়ার অর্ডারে রিপন মন্ডল ও এনামুল হক রান পাননি। এরপর বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ব্যাট হাতে লড়াই করে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা জাগান কিছুটা। শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তিনি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে। তবে শেষ রক্ষা হয়নি। ৪২ রানে মুরাদের বিদায়ে শেষ হয় ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দলের এবারের অস্ট্রেলিয়া সফর এতে শেষ হলো হতাশায়। এই চার দিনের ম্যাচের আগে টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয় তারা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’ ১১৪ ও ৮৩.৩ ওভারে ২৫৪ (আগের দিন ১০৬/৩) (শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মাহিদুল ৩২, নাঈম ২৫, মুরাদ ৪২, রিপন ০, এনামুল ০, হাসান ৯*; বাকিংহ্যাম ১৭-১-৫২-৩, অ্যাগার ২০-৪-৫৬-২, জ্যাকবস ১৪-৩-৩৫-২, থর্নটন ১৩-৩-২৫-২, ওয়াদিয়া ১৯-৩-৭৭-১)।
সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৩৮০।
ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী।