ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দীর্ঘদিন ধরেই গুঞ্জন পর অবশেষে জানা গেলো, দেশসেরা ওপেনার তামিম ইকবালের নির্বাচনে অংশ নেয়ার কথা। গতকাল শনিবার জাতীয় একটি দৈনিককে তামিম নিজেই জানান, অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশ নেবেন।
তামিম বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কিনা। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। যদিও তিনি ৯ মাসের বেশি টিকতে পারেননি, দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিতে হয়েছে। বর্তমানে অন্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত কিছুদিন ধরে আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয়ার। ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বর্তমান সভাপতি বুলবুল পরিচালক পদে থেকে বিসিবি সভাপতি পদের জন্য লড়াইয়ে অংশ নিতে পারেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
দীর্ঘদিন ধরেই গুঞ্জন পর অবশেষে জানা গেলো, দেশসেরা ওপেনার তামিম ইকবালের নির্বাচনে অংশ নেয়ার কথা। গতকাল শনিবার জাতীয় একটি দৈনিককে তামিম নিজেই জানান, অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশ নেবেন।
তামিম বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেবো কিনা। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবোই।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। যদিও তিনি ৯ মাসের বেশি টিকতে পারেননি, দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিতে হয়েছে। বর্তমানে অন্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত কিছুদিন ধরে আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয়ার। ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বর্তমান সভাপতি বুলবুল পরিচালক পদে থেকে বিসিবি সভাপতি পদের জন্য লড়াইয়ে অংশ নিতে পারেন।