বিশ্বকাপের আগেই মেসির অবসরের ইঙ্গিত
আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সেই ম্যাচে খেলার কথা লিওনেল মেসির। দেশের মাঠে সেটাই তার শেষ ম্যাচ হতে পারে।
চোট সারিয়ে মাঠে ফিরেছেন কিছু দিন আগে। ইন্টার মায়ামিকে লীগস কাপের ফাইনালে তোলার পর এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন এমএল টেন।
আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে ওই ম্যাচই দেশের মাঠে খেলা তার শেষ ম্যাচ হতে পারে। আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে আর্জেন্টিনা। তবু মেসি বলেছেন, ‘ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটাই।’ তবে কি দেশকে বিশ্বকাপে পৌঁছে দিয়েই বিদায় নেবেন মেসি? জল্পনা শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ওই সাক্ষাৎকারে মেসি আরও বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচটার পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো ম্যাচ খেলা হবে কিনা জানি না। তাই এ ম্যাচটা ভীষণ আলাদা। আমার পুরো পরিবার সে দিন মাঠে থাকবে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন ছাড়াও স্ত্রীর পরিবারের অন্যরাও থাকবে মাঠে। সবাই একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে। তারপর কী হবে এখনই বলতে পারবো না।’ মনে করা হচ্ছে, ৫ সেপ্টেম্বরের ম্যাচের পর আর দেশের মাঠে আন্তর্জাতিক ফুটবল খেলবেন না মেসি। এরপর হয়তো শুধু বিশ্বকাপ খেলবেন। তারপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
বিশ্বকাপের আগেই মেসির অবসরের ইঙ্গিত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সেই ম্যাচে খেলার কথা লিওনেল মেসির। দেশের মাঠে সেটাই তার শেষ ম্যাচ হতে পারে।
চোট সারিয়ে মাঠে ফিরেছেন কিছু দিন আগে। ইন্টার মায়ামিকে লীগস কাপের ফাইনালে তোলার পর এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন এমএল টেন।
আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে ওই ম্যাচই দেশের মাঠে খেলা তার শেষ ম্যাচ হতে পারে। আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে আর্জেন্টিনা। তবু মেসি বলেছেন, ‘ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটাই।’ তবে কি দেশকে বিশ্বকাপে পৌঁছে দিয়েই বিদায় নেবেন মেসি? জল্পনা শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ওই সাক্ষাৎকারে মেসি আরও বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচটার পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো ম্যাচ খেলা হবে কিনা জানি না। তাই এ ম্যাচটা ভীষণ আলাদা। আমার পুরো পরিবার সে দিন মাঠে থাকবে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন ছাড়াও স্ত্রীর পরিবারের অন্যরাও থাকবে মাঠে। সবাই একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে। তারপর কী হবে এখনই বলতে পারবো না।’ মনে করা হচ্ছে, ৫ সেপ্টেম্বরের ম্যাচের পর আর দেশের মাঠে আন্তর্জাতিক ফুটবল খেলবেন না মেসি। এরপর হয়তো শুধু বিশ্বকাপ খেলবেন। তারপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।