মিরপুর টেস্টের প্রথম সেশন পণ্ড হয়ে গেছে বৃষ্টির কারণে। নেওয়া হয়েছিল ‘আরলি লাঞ্চ।’ কিন্তু তারপরও শুরু হচ্ছে না খেলা। থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ১২টা ১০ মিনিটে শেষ হয়েছে মধ্যাহ্ন বিরতি। পিচ-আউটফিল্ড ঢেকে রাখা হয়েছে কাভারে। অবশেষে হলো অপেক্ষার অবসান। ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়।
বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হলো। লাঞ্চ বিরতির পর মাঠে গড়ালো প্রথম বল। দিনের প্রথম বল করতে এগিয়ে আসেন পেসার খালেদ আহমেদ। মোকাবেলা করেন বাবর আজম। অবশ্য দিনের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন পাকিস্তান অধিনায়ক।
এরপর বড় বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন সাবেক অধিনায়ক আজহার আলী।প্রায় ৩০ মিনিটের মতো চলে খেলা। যেখানে আগের রানের সঙ্গে আরো ২৭ রান যোগ করে সফরকারীরা। এরপর আবারও শুরু বৃষ্টি। ৬.২ ওভার খেলা মাঠে গড়াতে আবার বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানে সংগ্রহ ২ উইকেটে ১৮৮। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে ক্রিজে আছেন।
এর আগে মিরপুরে সকাল থেকে চলছিল মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। একবার বৃষ্টি নামে তো আরেকবার রোদ এরপর আবারও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। খানিক পরই নামছে বৃষ্টি। এমন লুকোচুরি খেলার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা লাঞ্চের আগে মাঠেই গড়ানো হয়নি না।
সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ বেলা ১১টা ২০ মিনিটে খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। কিন্তু আবারও বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর শুরুই করা যায়নি।
শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মিলে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করে দিয়েছেন। অর্থ্যাৎ, কোনো বল না গড়িয়েই প্রথম সেশন শেষ হয়ে গেলো দ্বিতীয় দিনের। লাঞ্চ বিরতির পর বৃষ্টি থেমে যাওয়া এবং মাঠ উপযোগি থাকায় ১২টা ৫০ মিনিটে খেলা শুরু করা হয়।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছেন আজহার আলি।
রোববার, ০৫ ডিসেম্বর ২০২১
মিরপুর টেস্টের প্রথম সেশন পণ্ড হয়ে গেছে বৃষ্টির কারণে। নেওয়া হয়েছিল ‘আরলি লাঞ্চ।’ কিন্তু তারপরও শুরু হচ্ছে না খেলা। থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ১২টা ১০ মিনিটে শেষ হয়েছে মধ্যাহ্ন বিরতি। পিচ-আউটফিল্ড ঢেকে রাখা হয়েছে কাভারে। অবশেষে হলো অপেক্ষার অবসান। ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়।
বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হলো। লাঞ্চ বিরতির পর মাঠে গড়ালো প্রথম বল। দিনের প্রথম বল করতে এগিয়ে আসেন পেসার খালেদ আহমেদ। মোকাবেলা করেন বাবর আজম। অবশ্য দিনের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন পাকিস্তান অধিনায়ক।
এরপর বড় বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন সাবেক অধিনায়ক আজহার আলী।প্রায় ৩০ মিনিটের মতো চলে খেলা। যেখানে আগের রানের সঙ্গে আরো ২৭ রান যোগ করে সফরকারীরা। এরপর আবারও শুরু বৃষ্টি। ৬.২ ওভার খেলা মাঠে গড়াতে আবার বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানে সংগ্রহ ২ উইকেটে ১৮৮। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে ক্রিজে আছেন।
এর আগে মিরপুরে সকাল থেকে চলছিল মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। একবার বৃষ্টি নামে তো আরেকবার রোদ এরপর আবারও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। খানিক পরই নামছে বৃষ্টি। এমন লুকোচুরি খেলার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা লাঞ্চের আগে মাঠেই গড়ানো হয়নি না।
সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ বেলা ১১টা ২০ মিনিটে খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। কিন্তু আবারও বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর শুরুই করা যায়নি।
শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মিলে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করে দিয়েছেন। অর্থ্যাৎ, কোনো বল না গড়িয়েই প্রথম সেশন শেষ হয়ে গেলো দ্বিতীয় দিনের। লাঞ্চ বিরতির পর বৃষ্টি থেমে যাওয়া এবং মাঠ উপযোগি থাকায় ১২টা ৫০ মিনিটে খেলা শুরু করা হয়।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছেন আজহার আলি।