ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে পরাজিত করেছে। এ ম্যাচে জয়ী হয়ে ম্যানইউ সাময়িকভাবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে তাদেরকে সেরা চার এ থেকে লিগ শেষ করতে হবে। আপাতত সে লক্ষ্য নিয়ে খেলে চলেছে ম্যানইউ।
শনিবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষাকৃত ভাল খেললেও ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আলফনসো অ্যারেওলাকে পরাস্ত করা সম্ভব হচ্ছিল না। অপর দিকে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ওয়েস্ট হ্যাম কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে উঠছিল। মিডফিল্ডে ডেকলান রাইচ বেশ ভাল খেলেন। এছাড়া জ্যারড বোয়েনও প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়ান।
ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে না পারলেও মোটামুটি ভালই খেলেছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। খেলার শেষ দিকে তার একটি চমৎকার শট বাচিয়ে দেন গোলরক্ষক অ্যারেওলা। একের পর এক চেষ্টা সত্ত্বেও কোন গোল না পাওয়ায় কোচ র্যাংকিনক মাঠে নামান তিন খেলোয়াড়কে। মার্কাস র্যাসফোর্ড, এডিসন কাভানি এবং অ্যান্থনি মার্শিয়াল মাঠে নামায় শেষ দিকে আক্রমণের জোর বাড়ে তাদের। এরই ফল হিসেবে ইনজুরি টাইমে গোল করে পূর্ণ পয়েন্ট পায় তারা।
ব্রুনো ফার্নান্ডেজ, কাভানি এবং র্যাশফোর্ডের কম্বিনেশনে ৯৩ মিনিটের মাথায় গোলটি আদায় করে নেয় ম্যানইউ। কাভানির নিচু ক্রস ট্যাপ করে বল জালে পাঠান র্যাশফোর্ড। অবশ্য প্রতিপক্ষের দাবী যে কাভানি বল রিসিভ করার সময়ে অফসাইডে ছিলেন। রেফারি ভিএআর দেখে গোলে বাশি বাজান।
ম্যানইউ ২২ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে টটেনহ্যাম ১৯টি এবং আর্সেনাল ২০টি ম্যাচ খেলেছে। দল দুটি নিজেদের ম্যাচগুলো জিততে পারলে ম্যানইউকে নেমে যেতে হবে ছয় নম্বরে।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
রোববার, ২৩ জানুয়ারী ২০২২
ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে পরাজিত করেছে। এ ম্যাচে জয়ী হয়ে ম্যানইউ সাময়িকভাবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে তাদেরকে সেরা চার এ থেকে লিগ শেষ করতে হবে। আপাতত সে লক্ষ্য নিয়ে খেলে চলেছে ম্যানইউ।
শনিবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষাকৃত ভাল খেললেও ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আলফনসো অ্যারেওলাকে পরাস্ত করা সম্ভব হচ্ছিল না। অপর দিকে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ওয়েস্ট হ্যাম কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে উঠছিল। মিডফিল্ডে ডেকলান রাইচ বেশ ভাল খেলেন। এছাড়া জ্যারড বোয়েনও প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়ান।
ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে না পারলেও মোটামুটি ভালই খেলেছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। খেলার শেষ দিকে তার একটি চমৎকার শট বাচিয়ে দেন গোলরক্ষক অ্যারেওলা। একের পর এক চেষ্টা সত্ত্বেও কোন গোল না পাওয়ায় কোচ র্যাংকিনক মাঠে নামান তিন খেলোয়াড়কে। মার্কাস র্যাসফোর্ড, এডিসন কাভানি এবং অ্যান্থনি মার্শিয়াল মাঠে নামায় শেষ দিকে আক্রমণের জোর বাড়ে তাদের। এরই ফল হিসেবে ইনজুরি টাইমে গোল করে পূর্ণ পয়েন্ট পায় তারা।
ব্রুনো ফার্নান্ডেজ, কাভানি এবং র্যাশফোর্ডের কম্বিনেশনে ৯৩ মিনিটের মাথায় গোলটি আদায় করে নেয় ম্যানইউ। কাভানির নিচু ক্রস ট্যাপ করে বল জালে পাঠান র্যাশফোর্ড। অবশ্য প্রতিপক্ষের দাবী যে কাভানি বল রিসিভ করার সময়ে অফসাইডে ছিলেন। রেফারি ভিএআর দেখে গোলে বাশি বাজান।
ম্যানইউ ২২ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে টটেনহ্যাম ১৯টি এবং আর্সেনাল ২০টি ম্যাচ খেলেছে। দল দুটি নিজেদের ম্যাচগুলো জিততে পারলে ম্যানইউকে নেমে যেতে হবে ছয় নম্বরে।