কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অনেক জল্পনা কল্পনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও রিয়াল মাদ্রিদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী মৌসুমে ফরাসী এ তারকা তাদের দলেই খেলবেন। সোমবার পিএসজির সহখেলোয়াড় আশরাফ হাকিমীকে নিয়ে এমবাপ্পে মাদ্রিদ সফর করায় রিয়ালের বিশ্বাস আরো বেড়ে গেছে। যদিও এ সফরে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কোন কর্মকর্তার সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করেননি।
গত কিছুদিন ধরে এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সে যে সব সংবাদ প্রকাশ হয়েছে তাতে তার রিয়ালে খেলার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে বলেই মনে করা হচ্ছিল। এর কারণ হিসেবে বলা হচ্ছিল পিএসজি চুক্তি নবায়নের জন্য বিপুল পরিমান আর্থিক সুবিধার প্রস্তাব দিয়েছে। যা আপাতত রিয়ালের পক্ষে দেয়া সম্ভব নয়। তবে এমবাপ্পের মা জানিয়েছেন পিএসজির সাথে তাদের কোন ধরনের সমঝোতা হয়নি। এমবাপ্পে কী করেন এখন সেটাই দেখার বিষয়। ২০১৭ সালে তিনি পরিবারের কথা শুনে মনাকো থেকে পিএসজিতে গিয়েছিলেন। রিয়াল তখনো তাকে দলে নিতে চেয়েছিল। এ দিকে এমবাপ্পে অনেকবারই জানিয়েছেন রিয়ালে খেলা তার একটি স্বপ্ন। একই সাথে তিনি জানিয়েছেন পিএসজির সমর্থকদের কাছ থেকে তিনি ভালভাবেই বিদায় নিতে চান। যে কারণে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি দল বদল নিয়ে কোন কথা বলবেন না। ২১ মে পিএসজির মৌসুম শেষ হবে।
এদিকে রিয়াল জানিয়েছে তারা আর্লিং হাল্যান্ডের জন্য কোন চেষ্টা করবে না। তারা এমবাপ্পেকেই দলে নিতে চায়। সে জন্য সব ধরনের চেষ্টাই করবে। রিয়াল ইতোমধ্যেই দেয়া প্রস্তাবে এমবাপ্পেকে সবচেয়ে বেশী পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিয়েছে।
এমবাপ্পের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি রিয়ালেই যাবেন শেষ পর্যন্ত। রিয়ালের পরিচালকের সাথে এমন কথাই তার হয়েছে বেশ আগে। রিয়াল সে প্রতিশ্রুতির উপরই আস্থা রাখতে চাচ্ছে। তাই এখন নতুন করে কোন আলোচনা করতে চায় না তারা। মৌসুম শেষ হলেই কেবল এমবাপ্পের সাথে আলোচনা শুরু করবে। পিএসজির মৌসুম ২১ মে শেষ হলেও রিয়ালে মৌসুম চলবে ২৮ মে পর্যন্ত। সে দিন তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে খেলবে। খেলাটি হবে পিএজির মাঠেই।
মঙ্গলবার, ১০ মে ২০২২
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অনেক জল্পনা কল্পনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও রিয়াল মাদ্রিদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী মৌসুমে ফরাসী এ তারকা তাদের দলেই খেলবেন। সোমবার পিএসজির সহখেলোয়াড় আশরাফ হাকিমীকে নিয়ে এমবাপ্পে মাদ্রিদ সফর করায় রিয়ালের বিশ্বাস আরো বেড়ে গেছে। যদিও এ সফরে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কোন কর্মকর্তার সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করেননি।
গত কিছুদিন ধরে এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সে যে সব সংবাদ প্রকাশ হয়েছে তাতে তার রিয়ালে খেলার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে বলেই মনে করা হচ্ছিল। এর কারণ হিসেবে বলা হচ্ছিল পিএসজি চুক্তি নবায়নের জন্য বিপুল পরিমান আর্থিক সুবিধার প্রস্তাব দিয়েছে। যা আপাতত রিয়ালের পক্ষে দেয়া সম্ভব নয়। তবে এমবাপ্পের মা জানিয়েছেন পিএসজির সাথে তাদের কোন ধরনের সমঝোতা হয়নি। এমবাপ্পে কী করেন এখন সেটাই দেখার বিষয়। ২০১৭ সালে তিনি পরিবারের কথা শুনে মনাকো থেকে পিএসজিতে গিয়েছিলেন। রিয়াল তখনো তাকে দলে নিতে চেয়েছিল। এ দিকে এমবাপ্পে অনেকবারই জানিয়েছেন রিয়ালে খেলা তার একটি স্বপ্ন। একই সাথে তিনি জানিয়েছেন পিএসজির সমর্থকদের কাছ থেকে তিনি ভালভাবেই বিদায় নিতে চান। যে কারণে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি দল বদল নিয়ে কোন কথা বলবেন না। ২১ মে পিএসজির মৌসুম শেষ হবে।
এদিকে রিয়াল জানিয়েছে তারা আর্লিং হাল্যান্ডের জন্য কোন চেষ্টা করবে না। তারা এমবাপ্পেকেই দলে নিতে চায়। সে জন্য সব ধরনের চেষ্টাই করবে। রিয়াল ইতোমধ্যেই দেয়া প্রস্তাবে এমবাপ্পেকে সবচেয়ে বেশী পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিয়েছে।
এমবাপ্পের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি রিয়ালেই যাবেন শেষ পর্যন্ত। রিয়ালের পরিচালকের সাথে এমন কথাই তার হয়েছে বেশ আগে। রিয়াল সে প্রতিশ্রুতির উপরই আস্থা রাখতে চাচ্ছে। তাই এখন নতুন করে কোন আলোচনা করতে চায় না তারা। মৌসুম শেষ হলেই কেবল এমবাপ্পের সাথে আলোচনা শুরু করবে। পিএসজির মৌসুম ২১ মে শেষ হলেও রিয়ালে মৌসুম চলবে ২৮ মে পর্যন্ত। সে দিন তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে খেলবে। খেলাটি হবে পিএজির মাঠেই।