ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
কেভিন ডি ব্রুয়েনা বুধবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে চার গোল করে তার দল ম্যানসিটিকে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় এনে দেয়ার সাথে সাথে শিরোপার একেবারে নিকটে নিয়ে গেছেন। ম্যানসিটি এ ম্যাচে জয়ী হওয়ায় দুই ম্যাচ বাকি থাকতে লিভারপুলের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। তাছাড়া তারা গোল পার্থক্যেও আছে বেশ সুবিধাজনক জায়গায়। ফলে বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ডি ব্রুয়েনা ছিলেন একেবারে বিধ্বংসী ফর্মে। তিনি প্রথমার্ধে ১৮ মিনিটের এক স্পেলে হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। বিরতির পর তিনি করেন চতুর্থ গোল। তার পারফরমেন্সে খুশী হয়ে সমর্থকরা তাকে চ্যাম্পিয়ন অফ ইংল্যান্ড নামে অভিহিত করেন গ্যালারি থেকে।
রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর ম্যানসিটির খেলোয়াড়রা লিগে মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারবেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু এর পর দুটি ম্যাচে দাপটের সাথে খেলে তারা বুঝিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ জিততে ম্যানসিটি দৃঢ় প্রতিজ্ঞ।
বেনার্ডো সিলভার পাস থেকে সাত মিনিটের মাথায় ডি ব্রুয়েনা করেন প্রথম গোল। ১৬ মিনিটে ফিরতি বল থেকে করেন দ্বিতীয় গোল। ২৪ মিনিটে পেনাল্টি বক্সের শীর্ষ থেকে বাকানো শটে করেন তৃতীয় গোলটি। তার প্রথম গোলের পর অবশ্য উলভারহ্যাম্পটন সাময়িক সময়ের জন্য খেলায় সমতা ফিরিয়েছিল।
ম্যাচ শেষে তৃতীয় গোলটিই নিজের পছন্দের বলে জানিয়েছেন ডি ব্রুয়েনা। তিনি বলেন, ‘তৃতীয় গোলটি আমার পছন্দের। আমার মনে হয়েছে সে গোলটি ছিল দারুন। আমি একেবারে পোস্টের কর্নারে মারতে পেরেছি। সবগুলোর মধ্যে ঐটিই সেরা। যখন কেউ এক ম্যাচে চারটি গোল করে তখন ম্যাচটি অবশ্যই ভিন্ন রকম মনে হয়। সত্যি কথা বলতে আমার আরো একটি গোল করা উচিত ছিল।’ শেষ দিকে তার একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়।
উলভারহ্যাম্পটন প্রিমিয়ার লিগে মাঝে মাঝেই বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিয়ে থাকে। এ ম্যাচেও ১১ মিনিটে লেন্ডার ডেন্ডোকার গোল করে সমতা ফেরালে মনে হয়েছিল ম্যানসিটির জন্য কঠিন সময় অপক্ষো করছে। কিন্তু ডি ব্রুয়েনা অসাধারণ খেলে সে রকম কিছু ঘটতে দেননি। ডি ব্রুয়েনা ৬০ মিনিটে নিজের চতুর্থ গোলটি করার পর ৮৪ মিনিটে রাহিম স্টার্লিং করেন ৫ম গোলটি।
কোচ গার্দিওয়ালা ভূয়সী প্রশংসা করেছন ডি ব্রুয়েনার। তিনি ডি ব্রুয়েনাকে, অজেয়, অসাধারণ, দূরন্ত, অসামান্য, পারফেক্ট প্রভৃতি বিশেষণে প্রশংসা করেন।
ম্যানসিটির শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ হলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা।
তাদের মূল প্রতিপক্ষ লিভারপুল শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে খেলবে। তার পরে নিজ মাঠে লিগে শেষ দুই ম্যাচে খেলবে সাউদাম্পটন এবং উলভসের বিপক্ষে।
উলভসের কোচ কার্লোস কাসাডা বলেন, ‘যখন ডি ব্রুয়েনার মতো কোন খেলোয়াড় একটি দলে থাকে তখন তাদের আত্মবিশ্বাস থাকে অনেক বেশী। কারণ তার মতো খেলোয়াড় যে কোন সময়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমন একজন খেলোয়াড় চার গোল করে ম্যাচকে নিজেদের করে নিতে পারেন। প্রতিপক্ষের কোন খেলোয়াড় এমন খেললে আসলে কিছুই করার থাকে না।’
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
বৃহস্পতিবার, ১২ মে ২০২২
কেভিন ডি ব্রুয়েনা বুধবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে চার গোল করে তার দল ম্যানসিটিকে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় এনে দেয়ার সাথে সাথে শিরোপার একেবারে নিকটে নিয়ে গেছেন। ম্যানসিটি এ ম্যাচে জয়ী হওয়ায় দুই ম্যাচ বাকি থাকতে লিভারপুলের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। তাছাড়া তারা গোল পার্থক্যেও আছে বেশ সুবিধাজনক জায়গায়। ফলে বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ডি ব্রুয়েনা ছিলেন একেবারে বিধ্বংসী ফর্মে। তিনি প্রথমার্ধে ১৮ মিনিটের এক স্পেলে হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। বিরতির পর তিনি করেন চতুর্থ গোল। তার পারফরমেন্সে খুশী হয়ে সমর্থকরা তাকে চ্যাম্পিয়ন অফ ইংল্যান্ড নামে অভিহিত করেন গ্যালারি থেকে।
রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর ম্যানসিটির খেলোয়াড়রা লিগে মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারবেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু এর পর দুটি ম্যাচে দাপটের সাথে খেলে তারা বুঝিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ জিততে ম্যানসিটি দৃঢ় প্রতিজ্ঞ।
বেনার্ডো সিলভার পাস থেকে সাত মিনিটের মাথায় ডি ব্রুয়েনা করেন প্রথম গোল। ১৬ মিনিটে ফিরতি বল থেকে করেন দ্বিতীয় গোল। ২৪ মিনিটে পেনাল্টি বক্সের শীর্ষ থেকে বাকানো শটে করেন তৃতীয় গোলটি। তার প্রথম গোলের পর অবশ্য উলভারহ্যাম্পটন সাময়িক সময়ের জন্য খেলায় সমতা ফিরিয়েছিল।
ম্যাচ শেষে তৃতীয় গোলটিই নিজের পছন্দের বলে জানিয়েছেন ডি ব্রুয়েনা। তিনি বলেন, ‘তৃতীয় গোলটি আমার পছন্দের। আমার মনে হয়েছে সে গোলটি ছিল দারুন। আমি একেবারে পোস্টের কর্নারে মারতে পেরেছি। সবগুলোর মধ্যে ঐটিই সেরা। যখন কেউ এক ম্যাচে চারটি গোল করে তখন ম্যাচটি অবশ্যই ভিন্ন রকম মনে হয়। সত্যি কথা বলতে আমার আরো একটি গোল করা উচিত ছিল।’ শেষ দিকে তার একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়।
উলভারহ্যাম্পটন প্রিমিয়ার লিগে মাঝে মাঝেই বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিয়ে থাকে। এ ম্যাচেও ১১ মিনিটে লেন্ডার ডেন্ডোকার গোল করে সমতা ফেরালে মনে হয়েছিল ম্যানসিটির জন্য কঠিন সময় অপক্ষো করছে। কিন্তু ডি ব্রুয়েনা অসাধারণ খেলে সে রকম কিছু ঘটতে দেননি। ডি ব্রুয়েনা ৬০ মিনিটে নিজের চতুর্থ গোলটি করার পর ৮৪ মিনিটে রাহিম স্টার্লিং করেন ৫ম গোলটি।
কোচ গার্দিওয়ালা ভূয়সী প্রশংসা করেছন ডি ব্রুয়েনার। তিনি ডি ব্রুয়েনাকে, অজেয়, অসাধারণ, দূরন্ত, অসামান্য, পারফেক্ট প্রভৃতি বিশেষণে প্রশংসা করেন।
ম্যানসিটির শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ হলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা।
তাদের মূল প্রতিপক্ষ লিভারপুল শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে খেলবে। তার পরে নিজ মাঠে লিগে শেষ দুই ম্যাচে খেলবে সাউদাম্পটন এবং উলভসের বিপক্ষে।
উলভসের কোচ কার্লোস কাসাডা বলেন, ‘যখন ডি ব্রুয়েনার মতো কোন খেলোয়াড় একটি দলে থাকে তখন তাদের আত্মবিশ্বাস থাকে অনেক বেশী। কারণ তার মতো খেলোয়াড় যে কোন সময়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমন একজন খেলোয়াড় চার গোল করে ম্যাচকে নিজেদের করে নিতে পারেন। প্রতিপক্ষের কোন খেলোয়াড় এমন খেললে আসলে কিছুই করার থাকে না।’