কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই প্যারিস সেন্ট জার্মেই ছাড়তে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দীর্ঘ সাত বছর খেলার পর এভাবে অসম্মানজনকভাবে বিদায় নিতে হচ্ছে বিধায় ডি মারিয়া খুবই ক্ষুব্ধ এবং তিনি মনে করেন পিএসজি তার সাথে প্রতারণা করেছে। পিএসজিতে সাত বছর খেলার সময়ে ১৪টি ট্রফি জেতেন তিনি। এর মধ্যে লিগ শিরোপা জেতন ৫বার।
ক্লাবের সাফল্যে বিশেষ ভুমিকা পালন করার পরও তাকে নতুন করে চুক্তির কোন প্রস্তাব দেয়নি পিএসজি। ৩০ জুন পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ডি মারিয়ার। তিনি চেয়েছিলেন অন্তত আরো এক বছর পিএসজিতে থাকতে।
পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ডি মারিয়া যাচ্ছেন ইটালির ইউভেন্টাসে। ফ্রি খেলোয়াড় হিসেবে তিনি সেখানে যাবেন এবং ব্যক্তিগত বেতন ভাতার ব্যাপারে ইটালিয়ান ক্লাবটির সাথে তার ঐকমত্য হয়ে গেছে। লা পার্সিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ক্লাব এভাবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ায় ডি মারিয়া বেশ ক্ষুব্ধ। শনিবার পার্ক ডেস প্রিন্সেসে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। সেটিই হবে পিএসজিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। ক্লাবের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার কোন উদ্যোগ নেয়া হয়নি।
ক্লাবের হয়ে সবচেয়ে বেশী গোলে সহায়তা দিয়েছেন ডি মারিয়া। মনে করা হচ্ছে পিএসজির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো থাকলে ডি মারিয়ার দলে থাকার কোন সম্ভাবনা নেই। পিএসজির হয়ে ২৯৪ ম্যাচ খেলে ৯২টি গোল করেছেন এবং ১১৮টি গোলে সহায়তা দিয়েছেন ডি মারিয়া।
পিএসজি এ মৌসুম শেষে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারাবে বলে মনে করা হচ্ছে। দলের সেরা পারফরমার কিলিয়ান এমবাপ্পে যাবেন রিয়াল মাদ্রিদে। অবশ্য তাকে রেখে দেয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পিএসজি। গত মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া লিওনেল মেসি থাকছেন অন্তত আরো এক বছর।
বুধবার, ১৮ মে ২০২২
কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই প্যারিস সেন্ট জার্মেই ছাড়তে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দীর্ঘ সাত বছর খেলার পর এভাবে অসম্মানজনকভাবে বিদায় নিতে হচ্ছে বিধায় ডি মারিয়া খুবই ক্ষুব্ধ এবং তিনি মনে করেন পিএসজি তার সাথে প্রতারণা করেছে। পিএসজিতে সাত বছর খেলার সময়ে ১৪টি ট্রফি জেতেন তিনি। এর মধ্যে লিগ শিরোপা জেতন ৫বার।
ক্লাবের সাফল্যে বিশেষ ভুমিকা পালন করার পরও তাকে নতুন করে চুক্তির কোন প্রস্তাব দেয়নি পিএসজি। ৩০ জুন পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ডি মারিয়ার। তিনি চেয়েছিলেন অন্তত আরো এক বছর পিএসজিতে থাকতে।
পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ডি মারিয়া যাচ্ছেন ইটালির ইউভেন্টাসে। ফ্রি খেলোয়াড় হিসেবে তিনি সেখানে যাবেন এবং ব্যক্তিগত বেতন ভাতার ব্যাপারে ইটালিয়ান ক্লাবটির সাথে তার ঐকমত্য হয়ে গেছে। লা পার্সিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ক্লাব এভাবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ায় ডি মারিয়া বেশ ক্ষুব্ধ। শনিবার পার্ক ডেস প্রিন্সেসে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। সেটিই হবে পিএসজিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। ক্লাবের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার কোন উদ্যোগ নেয়া হয়নি।
ক্লাবের হয়ে সবচেয়ে বেশী গোলে সহায়তা দিয়েছেন ডি মারিয়া। মনে করা হচ্ছে পিএসজির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো থাকলে ডি মারিয়ার দলে থাকার কোন সম্ভাবনা নেই। পিএসজির হয়ে ২৯৪ ম্যাচ খেলে ৯২টি গোল করেছেন এবং ১১৮টি গোলে সহায়তা দিয়েছেন ডি মারিয়া।
পিএসজি এ মৌসুম শেষে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারাবে বলে মনে করা হচ্ছে। দলের সেরা পারফরমার কিলিয়ান এমবাপ্পে যাবেন রিয়াল মাদ্রিদে। অবশ্য তাকে রেখে দেয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পিএসজি। গত মৌসুম শেষে ফ্রি খেলোয়াড় হিসেবে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া লিওনেল মেসি থাকছেন অন্তত আরো এক বছর।