ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকা অঞ্চলে ফুটবল সবচেয়ে বড় খেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
মোট ১৬টি শহরে হবে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে হবে ১১টি শহরে। মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরেও বিশ্বকাপ হবে। তবে বিশ্বকাপের উদ্বোধন এবং ফাইনাল কোন ভেন্যুতে হবে তা এখনো ঠিক করা হয়নি।
ইনফ্যান্টিনো বলেন, ‘২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ফুটবল এ অঞ্চলের এক নম্বর খেলায় পরিনত হবে।’ এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। যুক্তরাষ্ট্রের সিয়াটল, সান ফ্রান্সিস্কো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, আটালান্টা, হাউস্টোন, বোস্টন, ফিলাডেলফিয়া, মায়ামি এবং নিউ ইয়র্কে খেলা হবে।
এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ আয়োজন করা মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা এবং মন্টেরিতে হবে খেলা। কানাডার ভ্যাঙ্কুভার এবং টরোন্টোতে হবে বিশ্বকাপের ম্যাচ।
ইনফ্যান্টিনো বলেন, ‘ফাইনাল ম্যাচ কোন শহরে হবে তা ঠিক করার জন্য এখনো আলোচনা চলছে। তবে এটা নিশ্চিত যে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য সেরা শহরকেই বেছে নেয়া হবে। আসলে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই ফাইনাল ম্যচের মতো।’
কাতার বিশ্বকাপই হবে ৩২ দলের শেষ বিশ্বকাপ। ২০২৬ সাল থেকেই বিশ্বকাপ হবে ৪৮ দেশের।
শুক্রবার, ১৭ জুন ২০২২
ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকা অঞ্চলে ফুটবল সবচেয়ে বড় খেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
মোট ১৬টি শহরে হবে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে হবে ১১টি শহরে। মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরেও বিশ্বকাপ হবে। তবে বিশ্বকাপের উদ্বোধন এবং ফাইনাল কোন ভেন্যুতে হবে তা এখনো ঠিক করা হয়নি।
ইনফ্যান্টিনো বলেন, ‘২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ফুটবল এ অঞ্চলের এক নম্বর খেলায় পরিনত হবে।’ এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। যুক্তরাষ্ট্রের সিয়াটল, সান ফ্রান্সিস্কো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, আটালান্টা, হাউস্টোন, বোস্টন, ফিলাডেলফিয়া, মায়ামি এবং নিউ ইয়র্কে খেলা হবে।
এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপ আয়োজন করা মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা এবং মন্টেরিতে হবে খেলা। কানাডার ভ্যাঙ্কুভার এবং টরোন্টোতে হবে বিশ্বকাপের ম্যাচ।
ইনফ্যান্টিনো বলেন, ‘ফাইনাল ম্যাচ কোন শহরে হবে তা ঠিক করার জন্য এখনো আলোচনা চলছে। তবে এটা নিশ্চিত যে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য সেরা শহরকেই বেছে নেয়া হবে। আসলে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই ফাইনাল ম্যচের মতো।’
কাতার বিশ্বকাপই হবে ৩২ দলের শেষ বিশ্বকাপ। ২০২৬ সাল থেকেই বিশ্বকাপ হবে ৪৮ দেশের।